Friday, April 26, 2024
Homeদেশকরোনার বাড়বাড়ন্তের মধ্যেই স্থগিত করা হল প্রধানমন্ত্রীর বিদেশ সফর

করোনার বাড়বাড়ন্তের মধ্যেই স্থগিত করা হল প্রধানমন্ত্রীর বিদেশ সফর

নিউজ ডেস্ক:

বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে ওমিক্রন। এবার করোনার বাড়বাড়ন্তের মধ্যেই স্থগিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েত যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু, সেই সফর স্থগিত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে করোনার জন্য এই সফর বাতিল হয়েছে।

দ্বিতীয় ঢেউয়ের পর অক্টোবর মাসে ইতালি এবং ব্রিটেনে গিয়েছিলেন মোদী। তিনি দেখা করেছিলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গেও। এদিকে, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটাই সামলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল দেশ তথা বিশ্ব। কিন্তু, ফের একবার চোখ রাঙাচ্ছে করোনা। নেপথ্যে রয়েছে নতুন কোভিড স্ট্রেন ওমিক্রন। দেশেও ক্রমশ বাড়ছে এই ভ্যারিয়্যান্টের দাপট। দক্ষিণ আফ্রিকায় প্রথম হদিশ পাওয়া গিয়েছিল ওমিক্রনের। এরপর বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়্যান্ট। ইউরোপ, আমেরিকাতে ডেল্টার পাশাপাশি ওমিক্রনও ‘ডমিনেন্ট ভ্যারিয়্যান্ট’ হিসেবে উঠে আসছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments