Sunday, April 28, 2024
Homeখেলাধূলাকেকেআর কে হারিয়ে চর্তুথ বার আইপিএল খেতাব জয় ধোনি বাহিনীর

কেকেআর কে হারিয়ে চর্তুথ বার আইপিএল খেতাব জয় ধোনি বাহিনীর

নিউজ ডেস্কঃ
গত মরশুমে যে দলটা প্লে-অফেও উঠতে পারেনি, কয়েকমাসের মধ্যে যে এভাবে ঘুরে দাঁড়াতে পারবে সেটা অনেকেরই কল্পনার বাইরে ছিল। তবে ধোনির অধিনায়কত্বের মন্ত্র একটাই। অভিজ্ঞতার উপরে ভরসা রাখো এবং সঠিক সময়ে সঠিক সৈন্যকে সামনের দিকে এগিয়ে দাও। আজও সেই একই ফর্মূলাতে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে পরাস্ত করল চেন্নাই সুপার কিংস। দলের ‘বুড়ো ঘোড়া’ ফাফ ডু প্লেসি যে তাণ্ডবলীলা ( ৫৯ বলে ৮৬ রান) চালালেন, সেখানেই ম্যাচটা অর্ধেক শেষ হয়ে গিয়েছিল। তারপর তো দলের বোলাররা বাকি কাজটুকু করে দিলেন।

তবে চেন্নাইকে চতুর্থবার IPL ট্রফি জেতানোর পাশাপাশি আজকের ম্যাচে একটি অনন্য রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। সবথেকে বেশি বয়সি অধিনায়ক হিসেবে তিনি এই টুর্নামেন্ট জয় করলেন। এই পরিসংখ্যানে আপনারা একবার চোখ বুলিয়ে নিন।

মহেন্দ্র সিং ধোনি – ৪০ বছর, চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২১ আইপিএল ট্রফি জয়।
শেন ওয়ার্ন – ৩৯ বছর, রাজস্থান রয়্যালসের হয়ে ২০০৮ সালে আইপিএল ট্রফি জয়।
অ্যাডাম গিলক্রিস্ট – ৩৭ বছর, ডেকান চার্জার্সের হয়ে ২০০৯ সালে আইপিএল ট্রফি জয়।

গত মরশুমে প্লে-অফে উঠতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পরের বছর (২০২১) আরও শক্তিশালী হয়ে ফিরবেন। আর আজ যে চতুর্থবার ট্রফি জয়ের পাশাপাশি গোটা দলটা স্বপ্নের কামব্যাক করল, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments