Monday, April 29, 2024
Homeসুন্দরবনফের একবার লোকালয়ে প্রবেশ করল বাঘ, আতঙ্কে লাহিড়ীপুর গ্রামের বাসিন্দারা

ফের একবার লোকালয়ে প্রবেশ করল বাঘ, আতঙ্কে লাহিড়ীপুর গ্রামের বাসিন্দারা

ফের একবার লোকালয়ে প্রবেশ করেছে বাঘ! সুন্দরবন কোস্টাল থানার লাহিড়ীপুর পঞ্চায়েতের চরঘেরি গ্রামে ডোরাকাটা প্রবেশ করেছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা লাহিড়ীপুর গ্রামে দক্ষিণরায়ের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাঁরা বনদফতরে খবর দেন। এরপর শুক্রবার তড়িতড়ি সেখানে পৌঁছন বনদফতরের কর্মীরা। জানা যাচ্ছে, গ্রামে তাঁরা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন। গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। সেখানেই রয়েছে বাঘটি, মনে করা হচ্ছে এমনটাই। ইতিমধ্যেই দক্ষিণরায়কে কাবু করার চেষ্টা করা হচ্ছে। এলাকাটিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলেছে বন দফতরের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। সাধারণ বাসিন্দাদের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা হচ্ছে। তবে আতঙ্কের চোরা স্রোত বইছে গোটা এলাকায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে কুলতলির জঙ্গল সংলগ্ন বিভিন্ন এলাকায় দেখা যায় বাঘের পায়ের ছাপ। এরপরেই আতঙ্ক ছড়িয়েছিল গোটা এলাকায়। বনদফতরের কর্মীরা এলাকায় পৌঁছলেও বাঘমামার হদিশ পাওয়া যাচ্ছিল না। একেক দিন এক-এক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় বাড়ছিল আতঙ্ক। অবশেষে রবিবার কুলতলির পিয়ালী নদীর চর সংলগ্ন ডোংরাজোড়া শেখপাড়া জঙ্গলে পাওয়া যায় বাঘটিকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments