Sunday, April 28, 2024
Homeআবহাওয়াWeather Darjeeling: তুষারে ঢাকলো দার্জিলিং এর বিভিন্ন এলাকা

Weather Darjeeling: তুষারে ঢাকলো দার্জিলিং এর বিভিন্ন এলাকা

Uttorer Sangbad : দার্জিলিং: Weather Darjeeling জমাটি ঠান্ডা পড়েছে কয়েক দিন হল। তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বরফ পড়েনি। অবশেষে দার্জিলিং বরফ পড়ল। বেজায় খুশি পর্যটকেরা। টুমলিং থেকে সিঙ্গলিলা, তুষারপাত দেখতে পর্যটকদের জমজমাট ভিড় দেখা গেল মঙ্গলবার বেলার দিকে। মঙ্গলবার সকাল থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে। দিনের বেলাতেই অন্ধকার নেমেছিল। বেলা গড়িয়েছে। কিন্তু সূর্যের দেখা মেলেনি। ঠান্ডা আর দমকা হাওয়ায় দাতে দাঁত লেগে যাওয়ার মতো পরিবেশ। মকরসংক্রান্তির পর পাহাড়ে এটাই হয়ত মরসুমের অন্যতম শীতল দিন।

ইতিমধ্যে জলপাইগুড়ি-সহ দার্জিলিংয়ের সুখিয়াপোখরি এবং একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তাতে ঠান্ডার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। তার মাঝেই শুরু হয়েছে তুষারপাত। মঙ্গলবার সকালেই উত্তর সিকিমের একাধিক জায়গায় তুষারপাত শুরু হয়েছে। খানিকটা বেলা গড়াতেই দার্জিলিংয়ের সন্দাকফু, টুমলিং, মেঘমা, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক-সহ বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত হয়েছে। সারাদিনই বরফ পড়েছে। পুরু সাদা চাদরে ঢেকে গিয়েছে দার্জিলিঙের বিস্তীর্ণ এলাকা।

Weather Darjeeling: তুষারে ঢাকলো দার্জিলিং এর বিভিন্ন এলাকা

Siliguri Bengal Safari: শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে আনা হবে জেব্রা-জিরাফ

More News – মা হারালেন সায়নী ঘোষ, শোকে পাথর অভিনেত্রী

মাতৃ বিয়োগ হল অভিনেত্রী সায়নী ঘোষের (Actress Sayani Ghosh)। সোমবার বিকেলে শহরের এক হাসপাতালে প্রয়াত হয়েছেন সায়নীর মা সুদীপা ঘোষ। হাসপাতাল সূত্রে খবর, মূলত হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। রবিবার রাতে শ্বাসপ্রশ্বাসের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছিল বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। Continue Reading

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments