Saturday, May 4, 2024
Homeকোচবিহারকোচবিহারের রাজ আমলের বড় দেবী বিসর্জনের মধ্য দিয়ে শুরু হল মহা দশমী।।

কোচবিহারের রাজ আমলের বড় দেবী বিসর্জনের মধ্য দিয়ে শুরু হল মহা দশমী।।

প্রতিবছরের মতো চলতি বছরেও কোচবিহার রাজ আমলের বড়দেবী মিলন জলের মাধ্যমে মহাদশমী শুরু হলো। দেবী বাড়ি মন্দির থেকে পার্শ্ববর্তী যমুনা দীঘিতে ট্রলির মাধ্যমে টেনে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হল বড় দেবী। নিয়ম অনুযায়ী শুকর বলি দিয়ে পুজোর মাধ্যমে দিঘির জল পরিশুদ্ধ করে তারপরে বল দেবীর মূর্তি টুকরো টুকরো করে কেটে দিঘিতে নিরঞ্জন করা হয়। কোচবিহারে দশমীর দিন প্রথম নিরঞ্জন হয় বড় দেবীর।


চলতি বছর করো না বিধিল এবং তোরসা নদীর নিরঞ্জন ঘাটে জল না থাকার কারণে চারটি আলাদা দীঘিতে বিসর্জন এর ব্যবস্থা করেছে কোচবিহার মহকুমা প্রশাসন।মহকুমা শাসক রাকিবুর রহমান জানান যমুনা দিঘী, রাজমাতা দিঘি, নৃসিংহ দিঘি এবং পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকার একটি দীঘিতে নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। দুপুর দুটো থেকে প্রতিমা নিরঞ্জন করা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments