Tuesday, April 30, 2024
Homeআবহাওয়াআগামীকাল থেকে এই জেলাগুলিতে মিলতে পারে স্বস্তির বৃষ্টি !

আগামীকাল থেকে এই জেলাগুলিতে মিলতে পারে স্বস্তির বৃষ্টি !

গরমের দাপটে দক্ষিণবঙ্গের অবস্থা নাজেহাল হয়ে উঠেছে। চৈত্র মাসে মানুষ রীতিমতো দহন জ্বালাতে জ্বলছে। ঠিক এই এক রকম চিত্র পুরুলিয়া জেলাতেও। সকাল থেকে রোদের তাপ কম থাকলেও তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় অনেকটা। তীব্র গরমে পুড়ছে পুরুলিয়া জেলাও। এ দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। জেলার মানুষেরা কিছুতেই রেহাই পাচ্ছে না গরমের হাত থেকে। তাপ প্রবাহ এতো বেশি যে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। প্রতি নিয়ত বেড়ে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। হাওয়া অফিস সতর্কবার্তা ও দিয়েছে। কিন্তু আগামী দু - দিনের মধ্যে তাপমাত্রার পরিবর্তন দেখা যাবে। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে শনিবার থেকে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বহাল থাকবে। উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলোতে এ দিন ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার ফলে জারি হয়েছে হলুদ সতর্কতা। এই গরমের মধ্যে বৃষ্টির কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments