Sunday, May 5, 2024
Homeশিলিগুড়িSiliguri Bengal Safari: শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে আনা হবে জেব্রা-জিরাফ

Siliguri Bengal Safari: শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে আনা হবে জেব্রা-জিরাফ

Uttorer Sangbad : শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কে (Siliguri Bengal Safari) এখন বুনোদের ‘ভরা সংসার’। তবে, জঙ্গলের রাজাকে এখনও অতিথি করে আনা যায়নি এখানে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে আগেই। বনের রাজা সিংহকে পার্কে আনতে কেন্দ্রীয় জু অথরিটির দ্বারস্থ হয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। শুধু সিংহই নয়, জিরাফ ও জেব্রা আনারও চেষ্টা চালাচ্ছেন সাফারি পার্কের কর্তারা। সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার বলছেন, ‘সিংহ সাফারির কাজ চলছে। এরপর জিরাফ এবং জেব্রা আনার পরিকল্পনা রয়েছে। এগুলির কাজ শেষ হলে ধীরে ধীরে আরও বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।’

সম্প্রতি আলিপুর চিড়িয়াখানা থেকে চারটি সজারু নিয়ে আসা হয়েছে উত্তরের একমাত্র ওয়াইল্ড অ্যানিমাল পার্কে। সজারুগুলিকে দর্শনার্থীদের জন্যে পার্কে ছেড়েও দেওয়া হয়েছে। কিছুদিন আগেই জামশেদপুর থেকে ম্যানড্রিল ও অসম থেকে উল্লুক আনা হয়েছে এখানে। এখন ম্যানড্রিলের মজাদার খেলায় মজেছেন দর্শনার্থীরা। বিশেষ করে শিশুদের নতুন আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ম্যানড্রিল। কর্তৃপক্ষের আশা, সাফারি পার্কে সিংহ, জেব্রা ও জিরাফ আনা হলে মানুষ আরও উৎসাহিত হবেন।

Siliguri Bengal Safari: শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে আনা হবে জেব্রা-জিরাফ

রাস চক্র ঘুরিয়ে কোচবিহার রাস উৎসবের সমস সূচনা করলেন জেলাশাসক

More News – রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিরাট কোহলি,অনুষ্কা শর্মা

অযোধ্যায় ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাম মূর্তির ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান। তারই প্রস্তুতি চলছে পুরোদমে। অনেক সেলিব্রেটি-র এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল অযোধ্যায়। Continue Reading

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments