Sunday, April 28, 2024
Homeশিলিগুড়িচাকরি দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগ,শিলিগুড়িতে গ্রেফতার ১ শিক্ষক

চাকরি দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগ,শিলিগুড়িতে গ্রেফতার ১ শিক্ষক

চাকরি দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগ।আরও এক শিক্ষককে গ্রেফতার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আমবাড়ি ফালাকাটা ফাঁড়ির পুলিশ।শিলিগুড়ির হাকিমপাড়া থেকে শুক্রবার রাতে শিলিগুড়ি রথখোলা রবদাকান্ত উচ্চ বিদ্যালয়ের সংস্কৃত এর শিক্ষক পঙ্কজ কুমার বর্মনকে গ্রেফতার করে পুলিশ।এর আগে গত ১০তারিখ একই অভিযোগে জলপাইগুড়ির আমবাড়ির ফালাকাটা চিন্তা মোহন উচ্চবিদ্যালয়ের বাংলার শিক্ষক সন্তোষ বর্মনকে গ্রেফতার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।বর্তমানে পুলিশ হেফাজতে সন্তোষ বর্মন।তাকে জেরা করেই এই চক্রে যুক্ত থাকার অভিযোগে শিক্ষক পঙ্কজ বর্মনকে গ্রেফতার করে পুলিশ। আজ শনিবার জলপাইগুড়ি আদালতে হাজির করে ধৃত শিক্ষক হেফাজতে চাইবে পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে আগামী ১০তারিখ আপার প্রাইমারিতে চাকরি দেবার নামে টাকা নেবার প্রতারণার অভিযোগ করেছিল শীতলকুচি বাপ্পা মালাকার,সেই অভিযোগে আগেই গ্রেফতার করেছিল সন্তোষ বর্মনকে তাকে রিমান্ডে নিয়ে এসে তদন্তে নেমে গতকাল পঙ্কজ কুমার বর্মনকে গ্রেফতার করা হয় তার শিলিগুড়ি হাকিমপাড়ার বাড়ি থেকে।শিলিগুড়ির বরদাকান্ত স্কুলের ধৃত পঙ্কজ সংস্কৃতের শিক্ষক।বরদাকান্তবিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকার বলেন,স্কুলের সুনাম রয়েছে এই ঘটনা জানার পর স্কুলের সবারই মন খারাপ হয়েছে।১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজয় ঘটক জানান,গত দুবছর আগে বাড়ী কিনে ছিল,তার বাড়ীতে মাঝে মাঝেই লোকজন আসতো তবে কি কারনে আসতো তা জানা নেই তবে একবার তার সাথে কথা বলার পর জানা যায় গ্রামের বাড়ী থেকে চিকিৎসার জন্য লোক আসতো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments