Sunday, April 28, 2024
Homeদেশসেনা কপ্টার দুর্ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র জীবিত বরুণ সিং

সেনা কপ্টার দুর্ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র জীবিত বরুণ সিং

তামিলনাডুতে সেনা কপ্টার দুর্ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র জীবিত সেনাবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ( Varun Singh)। চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রী সহ ওই কপ্টারের ১৩ জনেরই মৃত্যু হয়েছে। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বর্তমানে তামিলনাড়ুর উইলিংটন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, বরুণ সিংহর দেহের অধিকাংশ পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত সেনাবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উইলিংটন হাসপাতালের চিকিৎসকরা।

প্রসঙ্গত, গত বছরও বায়ুসেনার তেজস জেট প্রযুক্তিগত সমস্যার কারণে বড় দুর্ঘটনার মুখে পড়েছিল। সেই সময় ওই জেট-এর চালকের আসনে ছিলেন বরুণ সিংহ। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে নির্বিঘ্নে তেজস ফাইটার জেটটি জরুরি অবতরণ করাতে সমর্থ হন। তার পুরস্কার হিসাবে চলতি বছরের অগাস্টেই বরুণ সিংহকে শৌর্য চক্র পুরস্কার দেওয়া হয়। এখন সেই অসীম সাহসীর সুস্থতার প্রার্থনায় গোটা দেশ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সেনাবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহর সুস্থতা কামনা করে টুইট করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments