Monday, April 29, 2024
Homeকোচবিহারকোচবিহারের মধুপুরে মিষ্টির দোকান সহ জমি আত্মসাতের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

কোচবিহারের মধুপুরে মিষ্টির দোকান সহ জমি আত্মসাতের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

কোচবিহার:

হুমকি দিয়ে কোচবিহার 2 নম্বর ব্লকের মধুপুর এলাকার 16 কাঠা জমিসহ একটি মিষ্টির দোকান হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ করেন মিষ্টির দোকানের মালিক শংকর বিশ্বাস। তিনি অভিযোগ করে বলেন, তারা তিন ভাই তাদের পার্শ্ববর্তী এক পরিবার হীন মহিলাকে দীর্ঘদিন থেকে যত্নআত্তি করে আসছেন। জমিটি ছিল সুবর্ণ বালা দাসের। তার তিনকুলে কেউ নেই। তার এই 16 কাঠা জমি তিনি এই তিন ভাইয়ের নামে লিখে দিয়ে যান, ছিল মৃত্যুর আগ পর্যন্ত তারা সুবর্ণ বালা দেবী কে দেখাশোনা করবেন। এইমতে তৈরি হয় খতিয়ান। অভিযোগ চলতি মাসের 16 তারিখ তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু দুষ্কৃতি তাদের এই জমি দাবি করেন। পরবর্তীতে ভয় দেখানো শুরু হয়। জমিসহ তাদের দোকান বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ আরো গুরুতর, দোকানের ক্যাশ বাক্স থেকে 5000 টাকা নিয়ে যায় এই দুষ্কৃতীরা। বর্তমানে তিন ভাই রয়েছেন বাড়ির বাইরে।

তারা বলেন, দোকান খুলতে গেলে বা এলাকায় প্রবেশ করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি রয়েছে। এই মর্মে ইতিমধ্যেই পুন্ডিবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। থানা দেখে তদন্তে আসার পরেও তাদের কোনো সুরাহা হয় নি। তারা বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনকে জানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা অভিযোগ করে বলেন উক্ত 16 কাঠা জমিতে বিভিন্ন ফলের বাগান ভিটেমাটির তিনটে ঘর এবং গোয়ালের গরু সহ অভিযুক্তরা ছিনতাই করে নিয়েছেন। মোট 9 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুন্ডিবাড়ী থানা সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্তে যাওয়া হয়েছিল। জমির কাগজপত্র সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে। অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments