Friday, April 26, 2024
Homeময়নাগুড়িময়নাগুড়ি পৌরসভায় একই ওয়ার্ডে ভাসুর বৌমার লড়াই!

ময়নাগুড়ি পৌরসভায় একই ওয়ার্ডে ভাসুর বৌমার লড়াই!

ময়নাগুড়ি, ১০ ফেব্রুয়ারি : ময়নাগুড়িতে এবার ভাসুর বনাম বৌমার লড়াই। কি ভাবছেন পারিবারিক লড়াই? না, এটা পারিবারিক লড়াই নয় ; রাজনীতির আঙিনায় লড়াই তাও আবার দুটি ভিন্ন রাজনৈতিক দলের। ঘটনাটা হলো, ময়নাগুড়ি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুপ্রিয় দাস(ভাসুর) অন্যদিকে একই পরিবারের ভাইয়ের বউ, সম্পর্কে বৌমা হলেন বিজেপি মনোনীত প্রার্থী আলো দাস সরকার। ফলে ১৭ নম্বর ওয়ার্ডে ক্ষমতা দখলের লড়াই এখন ভাসুর বনাম বৌমা। তবে ভাসুর নাকি বৌমা- শেষ কথা বলবেন ওই ওয়ার্ডের বাসিন্দারা। উল্লেখ্য, ময়নাগুড়ি পৌরসভার নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা তাদের নোমিনেশন জমা করেছেন । আর এরপরেই নেমে পড়েছেন প্রচার অভিযানে। এবার সেই পৌর নির্বাচনেই দেখা মিললো এক ভিন্ন চিত্রের। একই পরিবারের দুই সদস্য তাও আবার ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। ভাসুর বনাম বৌমা। যদিও এই লড়াই শুধুমাত্রই রাজনীতির আঙিনায়। পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই ভাসুর ও বৌমার। অন্যদিকে নোমিনেশন জমা করার পর থেকেই বৃহস্পতিবার থেকেই ভাসুর ও বৌমা উভয়ই শুরু করে দিয়েছেন প্রচার পর্ব। ভাসুর বনাম বৌমার লড়াই বিষয়ে ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী আলো দাস সরকার বলেন, " লড়াইয়ে হারজিত আছে। তাতে আমার কোনো মাথা ব্যাথা নেই। আমি মনে করি আগে দেশ তারপর দল এবং তারপর ব্যক্তি। পারিবারিক সম্পর্ক অনেক পরে তাই আগে দল। ময়নাগুড়ির ১৭ নং ওয়ার্ডের মানুষ আমাকে আশীর্বাদ করবেন এবং তাদের সেবা করার আমাকে সুযোগ করে দেবেন বলে আমি মনে করি।" অন্যদিকে সম্পর্কে ভাসুর তথা ১৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুপ্রিয় দাস বলেন, " আমি একশো শতাংশ আশাবাদী। মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে সকল মানুষ আমাদের পাশে থাকবেন এটাই আমরা আশাবাদী। ব্যাক্তি গত সম্পর্ক বাড়িতেই আর রাজনীতি রাজনীতির জায়গায়। তাই লড়াই রাজনৈতিক ভাবেই হবে।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments