Thursday, May 2, 2024
Homeময়নাগুড়িতৃণমূলের পাল্লা ভারি! দুই নেতা সহ শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান

তৃণমূলের পাল্লা ভারি! দুই নেতা সহ শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান

ময়নাগুড়ি, ১১ ফেব্রুয়ারি : দলের প্রতি মান অভিমান বশত দলের কাজ কর্ম থেকে বিরত ছিলেন ময়নাগুড়ির দুই তৃণমূল নেতা। এবার ময়নাগুড়ি পৌর নির্বাচনের প্রাক মুহূর্তে দলের শক্তি বাড়াতে মান অভিমানকে কাটিয়ে দলে ফিরলেন শুক্রবার। শুধু তাই নয়, দলে ফেরার সাথে সাথে প্রায় শতাধিক কর্মীকে তৃণমূল কংগ্রেসে যোগদান করান তারা। মূলত, মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়ন মূলক কাজকে এগিয়ে নিয়ে যেতেই মান অভিমান ভেঙে ঘরের ছেলে ঘরে ফিরলো শুক্রবার উল্লেখ্য, ময়নাগুড়ি বিধানসভা নির্বাচনের আগে থেকে দলের কিছু কাজ কর্মে অসন্তোষ হওয়ায় দলে থেকে সরে দাঁড়ান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি বাপি সরকার ও যুব সাধারণ সম্পাদক সত্যজিৎ শর্মা। এরপর দীর্ঘ সময় ধরে দলের সাথে সম্পর্ক তুলে দেন তারা। অবশেষে ময়নাগুড়ির পৌর নির্বাচনের আগে সমস্ত মান অভিমান ভেঙে শুক্রবার দলে ফিরলেন এই দুই নেতা। এদিন ময়নাগুড়ির ইন্দিরা ভবনে তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বদের উপস্থিতিতে যোগদান করেন। এর পাশাপাশি ময়নাগুড়ির টাউন এলাকা থেকে প্রায় শতাধিক কর্মী সত্যজিৎ শর্মা ও বাপি সরকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করান। ময়নাগুড়ির পৌর নির্বাচনের প্রাক মুহূর্তে ময়নাগুড়ি টাউন এলাকায় তৃণমূলের যোগদান হওয়ায় অনেকটাই পাল্লা ভারী হলো দলের। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এদিনের যোগদান প্রসঙ্গে সত্যজিৎ শর্মা বলেন, " আমরা প্রথম দিন থেকেই তৃণমূল দলের সাথেই ছিলাম। কিন্তূ বিধানসভা নির্বাচনের আগে দলের সাথে কিছু মান অভিমানের ফলে আমরা দল থেকে একটু সরে অন্যদলে গিয়েছিলাম। আমাদের ভুল আমরা বুঝতে পেরে পুনরায় দলে ফিরলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আমরা দলের পাশে আছি।" বাপি সরকার বলেন, " ময়নাগুড়ির উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম , থাকবো। মাঝে মান অভিমানের কারনে দল থেকে অন্য দলে গিয়েছিলাম। ফলে সমস্ত অভিমান ভুলে পুনরায় দলে ফিরলাম।" এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা ময়নাগুড়ির ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী মনোজ রায় বলেন, "আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই লড়তে হবে। ময়নাগুড়ির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়নাগুড়ি পৌরসভা উপহার দেবেন এবং উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাবেন।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments