Wednesday, May 1, 2024
Homeময়নাগুড়িMaynaguri: মডেল থিম বুথ তৈরি হচ্ছে সুভাষ নগর হাই স্কুলে

Maynaguri: মডেল থিম বুথ তৈরি হচ্ছে সুভাষ নগর হাই স্কুলে

ময়নাগুড়ি, ১৮ এপ্রিল : জেলায় প্রায় প্রতিটি বিধানসভায় একটি করে থিম বেসড মডেল বুথ করা হচ্ছে। ময়নাগুড়ি বিধানসভায় সুভাষ নগর হাই স্কুলে তৈরি করা হচ্ছে এই বিশেষ মহিলা পরিচালিত মডেল বুথ। জানা গিয়েছে, ময়নাগুড়ি বিধানসভায় মোট ২৫টি মহিলা পরিচালিত মডেল বুথ করা হবে। তার মধ্যে ২০টি পৌর এলাকায় এবং পাঁচটি গ্রামীণ এলাকায়। এই ২৫টি বুথ গুলি হবে পিংক বুথ অর্থাৎ সমস্ত বুথকেই পিংক কালারের প্যান্ডেল এবং বেলুন দিয়ে সাজানো হবে। তবে, থিমের আদলে একটি বুথ করা হয়েছে সুভাষ নগর হাই স্কুলে। যেখানে উৎসবের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মহিলা পরিচালিত এই ১৬/৮০ ও ৮১ নং বুথে থাকবে বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য বসার ব্যবস্থা, হুইল চেয়ার, সন্তানকে মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ জায়গা, সেলফি পয়েন্ট, ভোটার এসিস্ট্যান্ট বুথ, ভোটারদের জন্য ফ্লোর গেম, বাচ্চাদের খেলনার জন্য বিশেষ উপকরণ। এছাড়াও, প্রতিটি মহিলা ভোট কর্মীদের বিশেষ এক পোশাক থাকবে। পাশাপাশি, বুথের বিভিন্ন জায়গায় সুন্দর আল্পনা দিয়ে সাজানো হয়েছে। সুন্দর মনোরম পরিবেশ তৈরি করতে ফুলের টব সহ প্যান্ডেল করা হয়েছে। এই বিষয়ে ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু জানান, আমাদের ২৫ টি পিংক বুথ রয়েছে। যেগুলি মহিলা পরিচালিত বুথ। যার মধ্যে ২০ টি পৌরসভা এলাকায় এবং ৫টি গ্রামীণ এলাকায়। আর থিম বেসড একটি বুথ করা হয়েছে সুভাষ নগর হাই স্কুলে। আমরা আশা করছি আমাদের এই থিম বুথ জেলায় সকলের নজর কাড়বে।" ময়নাগুড়ি, ১৮ এপ্রিল : রাত পেরোলেই লোকসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার বিভিন্ন বুথ কেন্দ্রে ঢুকতে শুরু করেছে ভোট কর্মী সহ কেন্দ্রীয় বাহিনী। এবার জেলায় প্রায় প্রতিটি বিধানসভায় একটি করে থিম বেসড মডেল বুথ করা হচ্ছে। ময়নাগুড়ি বিধানসভায় সুভাষ নগর হাই স্কুলে তৈরি করা হচ্ছে এই বিশেষ মহিলা পরিচালিত মডেল বুথ। জানা গিয়েছে, ময়নাগুড়ি বিধানসভায় মোট ২৫টি মহিলা পরিচালিত মডেল বুথ করা হবে। তার মধ্যে ২০টি পৌর এলাকায় এবং পাঁচটি গ্রামীণ এলাকায়। এই ২৫টি বুথ গুলি হবে পিংক বুথ অর্থাৎ সমস্ত বুথকেই পিংক কালারের প্যান্ডেল এবং বেলুন দিয়ে সাজানো হবে। তবে, থিমের আদলে একটি বুথ করা হয়েছে সুভাষ নগর হাই স্কুলে। যেখানে উৎসবের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মহিলা পরিচালিত এই ১৬/৮০ ও ৮১ নং বুথে থাকবে বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য বসার ব্যবস্থা, হুইল চেয়ার, সন্তানকে মাতৃদুগ্ধ পান করানোর বিশেষ জায়গা, সেলফি পয়েন্ট, ভোটার এসিস্ট্যান্ট বুথ, ভোটারদের জন্য ফ্লোর গেম, বাচ্চাদের খেলনার জন্য বিশেষ উপকরণ। এছাড়াও, প্রতিটি মহিলা ভোট কর্মীদের বিশেষ এক পোশাক থাকবে। পাশাপাশি, বুথের বিভিন্ন জায়গায় সুন্দর আল্পনা দিয়ে সাজানো হয়েছে। সুন্দর মনোরম পরিবেশ তৈরি করতে ফুলের টব সহ প্যান্ডেল করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments