Wednesday, April 17, 2024
Homeকোচবিহারঅনলাইনে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া

অনলাইনে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া

নিজস্ব সংবাদদাতাঃ
ভারতের ওয়েলফেরার পার্টি এর পক্ষ থেকে অনলাইনে নতুন সদস্য নেওয়ার কাজ শুরু করা হয়েছে। এই পার্টির তিনজন কর্মকর্তা কোচবিহার প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স এর মাধ্যমে তাদের এই সদস্যপদ নেওয়ার বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এই বক্তব্যের মধ্যে দিয়ে তারা জানান, “১লা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ অক্টোবর মাস জুড়েই তাদের এই সদস্যপদ গ্রহণ কর্মসূচী চলবে। তাদের এই সদস্যপদ গ্রহণের পেছনে মূল উদ্দেশ্য ভারতের রাজনীতি দিন দিন যেভাবে কালিমালিপ্ত হচ্ছে, অস্বচ্ছ ভাবমূর্তির লোকজন যেভাবে রাজনীতির নাম খারাপ করে তুলছেন। সেই পরিস্থিতিতে নতুন স্বচ্ছ ভাবমূর্তির মানুষের জাতি-ধর্ম নির্বিশেষে, মূল্যবোধের নিরিখে এগিয়ে এসে স্বতঃস্ফূর্ত ভাবে রাজনীতিতে যোগদান করতে হবে। সেই মর্মেই ভারতের ওয়েলফেয়ার পার্টি অনলাইনের মাধ্যমে নতুন সদস্য গ্রহণ অভিযান শুরু করেছে। এই কর্ফারেন্সে উপস্থিত ছিলেন রাজ্যের সহ সভাপতি আমিনুল হক এছাড়াও তিনি কোচবিহার তথা নর্থ বেঙ্গল পার্টি অবজারভার পদেও রয়েছেন। এছাড়া ছিলেন কোচবিহার জেলার সভাপতি জনাব খাদিরুল ইসলাম। এবং কোচবিহার জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খন্দকার ও দিনহাটা ২ নং ব্লকের প্রেসিডেন্ট আব্দুস হামাদ খন্দকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments