Saturday, April 20, 2024
Homeময়নাগুড়িমন্দির পরিষ্কারের মধ্য দিয়ে ময়নাগুড়িতে বিজেপির দিব্য কাশি ভব্য কাশি কর্মসূচি

মন্দির পরিষ্কারের মধ্য দিয়ে ময়নাগুড়িতে বিজেপির দিব্য কাশি ভব্য কাশি কর্মসূচি

ময়নাগুড়ি, ১৩ ডিসেম্বর : সারা ভারতবর্ষ ব্যাপী বিজেপির পক্ষ থেকে পালিত হলো দিব্য কাশি ভব্য কাশি কর্মসূচি। সোমবার ময়নাগুড়ি বিজেপির পক্ষ থেকে ময়নাগুড়ির ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দিরে এই কর্মসূচি পালন করা হয়। এদিন মন্দির পরিষ্কার করার পাশাপাশি পূজার্চনা করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে এদিন হাজির ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি দীপেন প্রামাণিক, ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়, জেলার সম্পাদক অনুপ পাল, ময়নাগুড়ির মধ্য মন্ডল সভাপতি সুব্রত কর্মকার, যুব মোর্চার সম্পাদক উদয় কৃষ্ণ রায় সহ প্রমুখরা। এছাড়াও এদিন বিধায়ক মন্দির প্রবেশের সময় এলাকার মানুষজন এবং ট্রাস্ট্রি বোর্ডের পক্ষ থেকে বিধায়ককের সামনে বেশ কিছু দাবি তুলে ধরেন। উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প কাশি বিশ্বনাথ করিডর এর শুভ উদ্বোধন হয়। আর সেই কারণে তার সাফল্য কামনা করে দেশ ব্যাপী বিজেপির পক্ষ থেকে দিব্য কাশি ভব্য কাশি কর্মসূচি নেওয়া হয়। জানা গেছে, এক মাস ধরে এই কর্মসূচি পালন করবেন বিজেপি । এই কর্মসূচির মধ্য দিয়ে সকল শৈব তীর্থ গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজা অর্চনা করা হবে। সোমবার সেই কর্মসূচি পালন করেন বিজেপির ময়নাগুড়ির উত্তর মন্ডলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এদিন ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দির চত্বর পরিষ্কার করা হয়। এর সাথে সাথে মন্দিরে পূজার্চনা এবং প্রসাদ বিতরণ করা হয়।বিজেপি বিধায়ক কৌশিক রায় বলেন, "দিব্য কাশি ভব্য কাশি কর্মসূচি এর মধ্য দিয়ে সারা ভারত বর্ষের সকল মন্দির গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি নেওয়া হয়েছে। এর পাশাপাশি ময়নাগুড়ির সকল মানুষের সুখ ও সমৃদ্ধি ফিরে আসুক এই কামনা করে মন্দিরে পূজা অর্চনা করছি। "বিজেপির রাজ্য সহ সভাপতি দীপেন প্রামাণিক বলেন, "দেশের প্রধানমন্ত্রী কাশি বিশ্বনাথ বাবার মন্দির থেকে গঙ্গা পর্যন্ত যে করিডরের শুভ উদ্বোধন করেছেন সেই উপলক্ষ্যে সারা ভারত বর্ষের যত ভোলেবাবার মন্দির আছে সেগুলিকে স্বচ্ছ করা হচ্ছে। এর সাথে কাশি বিশ্বনাথের যে ইতিহাস তা পুনরায় আরেকবার সকলের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই এই কর্মসূচি। এছাড়াও জটিলেশ্বর মন্দির প্রবেশের সময় মন্দিরের ট্রাস্ট্রি বোর্ডের পক্ষ থেকে এবং এলাকার মানুষজনের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। তাদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর জটিলেশ্বর মন্দিরের মূল গেট, নিরাপত্তার খাতিরে বসানো সিসিটিভি ক্যামেরা, লাইট ভেঙে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে । এদিন সেগুলি সংস্কারের দাবি জানান তারা। এমনকি মন্দিরের সার্বিক উন্নয়নের দাবি জানান তারা। জটিলেশ্বর মন্দির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য সুনীল কুমার রায় বলেন, " নির্বাচনের পর বিজেপির কিছু কর্মী এসে মন্দিরের লাইট, গেট, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়। এমনকি পুকুরে মাছ চাষ বন্ধ করে দেয়। আমরা চাই সেগুলি সংস্কার করার দাবি আমরা জানিয়েছি। জটিলেশ্বর মন্দির অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি মন্দির যা উত্তরবঙ্গের একটি গৌরব। তাই এর সংস্কারের দাবি জানাই আমরা। " তবে বিজেপির বিরুদ্ধে মন্দিরের এই ক্ষতির বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন বিধায়ক কৌশিক রায়। তিনি বলেন, " এই অভিযোগ ভিত্তি হীন। তবে তারা মন্দির সংস্কারের যে দাবি গুলি জানিয়েছেন সেগুলি যুক্তি সংগত। বিষয় গুলি গুরুত্ব সহকারে দেখা হবে।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments