Sunday, April 28, 2024
HomeBreaking newsশিলিগুড়িতে অবৈধ সোনা সহ গ্রেপ্তার ২

শিলিগুড়িতে অবৈধ সোনা সহ গ্রেপ্তার ২

শিলিগুড়ি:- গাড়ির ড্যাসবোর্ডে থাকা এলসিডি স্ক্রিনের ভেতরে গোপন চেম্বার বানিয়ে পাচার করা হচ্ছিল অবৈধ সোনা।গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের অধিকারিকরা শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করে।গাড়িতে তল্লাশি চালাতেই গাড়ি থেকে বেরিয়ে আসে ৭০ পিস সোনার বিস্কুট।যার ওজন প্রায় ১১ কেজি ৬২০ গ্রাম।আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি ৫৪ লাক্ষ ১৩ হাজার ৮০০ টাকা।ডিআরআই (DRI) সূত্রে জানাগেছে দুই ব্যক্তি এই বিপুল পরিমান অর্থের সোনা ইন্দ্র মায়ানমার হয়ে মনিপুর থেকে গুরগাঁও তে পাচারের ছক কষেছিল।ঘটনায় সোনা সহ সেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের অধিকারিকরা।ধৃতদের নাম মঞ্জিত ও অঙ্কিত দু’জনেই হরিয়ানার বাসিন্দা।এত বিপুল পরিমাণে সোনা পাচারের পেছনে কোন বড় মাথা জড়িয়ে রয়েছে কিনা সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের অধিকারিকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments