Thursday, May 2, 2024
Homeময়নাগুড়িনো পার্কিং জোনে টোটো, অভিযানে ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ি

নো পার্কিং জোনে টোটো, অভিযানে ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ি

৩ ডিসেম্বর : ময়নাগুড়ি শহরে টোটোর দাপটে নাজেহাল শহরবাসী থেকে শুরু করে প্রশাসন। ব্যস্ততম শহর ময়নাগুড়িতে এই টোটোর কারনেই লেগেই থাকে যানজট। সেই যানজট এড়াতে ইতিমধ্যেই মাইকিং এবং নো পার্কিং জোন ঘোষণা করেছে ময়নাগুড়ি থানা। কিন্তূ সেদিকে নজর নেই টোটো চালকদের। এবার টোটোর বার বাড়ন্ত রুখতে কড়া হাতে মাঠে নামলো পুলিশ প্রশাসন। শুক্রবার ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ ও ময়নাগুড়ি থানার যৌথ উদ্যোগে বেআইনি টোটো পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামে। ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের ওসি, বাল্মিকী লোহার এর নেতৃত্বে ময়নাগুড়ি শহরের পুরান বাজার, মালবাজার বাস স্ট্যান্ড, দুর্গাবাড়ি মোড়, ময়নাগুড়ি থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে নো পার্কিং জোনে থাকা টোটো এবং ভুটভুটি গাড়ি আটক করে। ময়নাগুড়ি শহরে যানজট কমাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ময়নাগুড়ি ট্রাফিক ওসি বাল্মিকী লোহার। অন্যদিকে এই বেআইনি টোটো পার্কিং এর অভিযানের জন্য ময়নাগুড়ি ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানিয়েছেন যে, বেআইনিভাবে যে সকল টোটো চলছে তারা নো পার্কিং জোনে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করছে। যার ফলে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ির আপামর জনগন। এদিনের এই অভিযানে নেমে বেশ কিছু টোটো এবং ভুটভুটি আটক করে থানায় নিয়ে আসে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ বাল্মিকী লোহার জানান, " এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বারবার মাইকিং করে লাভ হচ্ছে না কোনো। তার জন্যই এই অভিযান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments