Friday, April 26, 2024
Homeমুর্শিদাবাদমুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সোনাভারুই, তারাপুর সহ বেশ কিছু গ্ৰাম জলমগ্ন

মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সোনাভারুই, তারাপুর সহ বেশ কিছু গ্ৰাম জলমগ্ন

মুর্শিদাবাদঃ গ্ৰামবাসিরা জানিয়েছেন, গতকাল থেকেই ময়ূরাক্ষী ও কানা ময়ূরাক্ষীতে জলস্তর বাড়ার কারণে জলমগ্ন হতে পারে মুর্শিদাবাদ। জেলার বড়ঞা ব্লকের সুন্দরপুর অঞ্চলের মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সুন্দরপুর অঞ্চলের সোনাভারুই, বৈদ্যনাথ পুর, কয়থা সহ বেশ কিছু গ্ৰাম। প্লাবিত গ্ৰামবাসিরা জানিয়েছেন, গতকাল থেকেই তিলি পাড়া ব্যারেজ থেকে জল ছাড়াই ময়ূরাক্ষী ও কানা ময়ূরাক্ষীতে জলস্তর বাড়ার কারণে জলমগ্ন হতে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের সুন্দরপুর অঞ্চলের সোনাভারুই, ভড়ঞা, তারা পুর, মজলিস পুর,কয়থা ও বৈদনাথ পুর সহ বেশ কিছু গ্ৰাম ইতিমধ্যেই জলের তলায় বিঘার পর বিঘার চাষের জমি।

বেশ কিছু বাড়িতেই বন্যার জল ইতিমধ্যেই ঢুকতে শুরু হয়েছে গ্ৰামবাসিরা সঠিক পদক্ষেপের আসায় কার্যত জীবন বিপন্ন করে দিন কাটাচ্ছেন। এলাকার প্রধান রাস্তা সহ গ্ৰামে বন্যার জল ঢোকায় গভীর আতঙ্ক এলাকার ৮ থেকে ৮০ সকলেই দিনরাত চোখের পাতা একনা করে জল কোমার আসায় রয়েছে।

মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সোনাভারুই, তারাপুর সহ বেশ কিছু গ্ৰাম জলমগ্ন

Read More –৬৪ বছর পর কোচবিহার এর মহারাজা নৃপেন্দ্র নারায়ন ভুপ বাহাদুরের স্বপ্ন পূরণ

প্রতি বোতল কোল্ড্রিংসের উপরে ৫ টাকা করে বেশি নিচ্ছেন একশ্রেণীর ব্যবসায়ীরা

ঈদ উপলক্ষ্যে কোচবিহারে ভবঘুরেদের রাতের আহার এর ব্যবস্থা করল ছাত্র মুর্তাজা আলি

রাজ্যে মাধ্যমিকে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি হাই স্কুলের ৪জন পেল সর্বোচ্চ ৬৯৭ নম্বর

কোচবিহার উত্তরের বিধায়ক বেআইনি ব্যবসার সাথে যুক্ত,গুরুতর অভিযোগ তৃণমূলের

রসিকবিল হয়ে আলিপুরদুয়ার ও কোচবিহার যাওয়ার রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তি

More News – ছিটমহল বিনিময়ের ষষ্ঠ বছর পূর্তিতে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে আনন্দ উৎসব পালন

আলিমুল হক, রাহুল দেব বর্মন এর রিপোর্টঃ ছিটমহল বিনিময়ের ষষ্ঠ বছর পূর্তিতে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে আনন্দ উৎসব পালন হল। প্রসঙ্গত স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় নিয়ে সমস্যা ছিল। তবে অফিসিয়ালভাবে ২০১৫ সালে ৩১ জুলাই মধ্যরাতের পর থেকে ছিটমহল বিনিময় সমস্যার অবসান ঘটিয়ে ছিটমহল বিনিময় কার্যকর করা হয়।  Continue Reading 

Floodwaters have already begun to seep into several homes, and villagers are risking their lives to take the right steps. The floodwaters have inundated the villages along the main roads of the area and everyone in the area is in a state of panic.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments