Wednesday, May 8, 2024
Homeমুর্শিদাবাদলোকসভায় ৪০ আসনের লক্ষ্যে ঝাঁপাতে হবে, মুর্শিদাবাদ থেকে বার্তা অভিষেকের

লোকসভায় ৪০ আসনের লক্ষ্যে ঝাঁপাতে হবে, মুর্শিদাবাদ থেকে বার্তা অভিষেকের

এবার তার পালটা এল তৃণমূলের তরফে। রাজ্যের শাসকদল ২০২৪ লোকসভায় ৩৫ ছাপিয়ে ৪০ আসন টার্গেট করে লড়াইয়ে নামছে। শনিবার রাতে ভগবানগোলায় বুথ অধিবেশনে এমনটাই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

শনিবার ভগবানগোলার বুথ অধিবেশন থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দিয়েছেন,”আগামীদিনে রাজ্যে ৪০ আসনের টার্গেট নিয়ে আমাদের ঝাঁপাতে হবে।” ভগবানগোলা থেকে অভিষেক বুঝিয়েছেন, তৃণমূলে (TMC) আজ ২২ থেকে ৩৫-৪০ হলে বিজেপি (BJP) বাংলার টাকা আটকে রাখার সাহস পেত না। তৃণমূলের আসন সংখ্যা না বাড়লে বাংলার মানুষই বঞ্চনার শিকার হবেন

অভিষেকের কথায়,”একটা আসন কমলে তৃণমূলের কিছু যায় আসে না। কিন্তু তৃণমূলের আসন কমলে বাংলার মানুষ বঞ্চিত-লাঞ্ছিত হবে। তাই আগামী দিনে আমাদের ৪০ আসনের লক্ষ্যে ঝাঁপাতে হবে। এই মুর্শিদাবাদ জেলায় তিনে তিন করতে হবে।” মুর্শিদাবাদবাসীকে অভিষেক বুঝিয়েছেন, ভোট ভাগাভাগিতে আখেরে ক্ষতি মানুষেরই। তৃণমূলের আসন কমে গেলে বঞ্চিত হতে হবে জনতাকে। বস্তুত, একসময়ের কংগ্রেসের গড়ে দাঁড়িয়ে ঘুরিয়ে অভিষেক বলে দিলেন, কংগ্রেসকে (Congress) ভোট দেওয়ার অর্থ মানুষের নিজেদের বিপদ ডেকে আনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments