Thursday, May 2, 2024
HomeBreaking newsবন্ধ থাকা গেঞ্জির কারখানায় বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য ঘোলা সি-ব্লক অঞ্চলে

বন্ধ থাকা গেঞ্জির কারখানায় বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য ঘোলা সি-ব্লক অঞ্চলে

রাত সাড়ে দশটা নাগাদ স্থানীয় মানুষজন দেখতে পান বন্ধ থাকা ঘরটি থেকে ধুয়ো বেরোতে । সাথে সাথেই খবর দেওয়া হয় পানিহাটি দমকল কেন্দ্রে । স্থানীয় মানুষজন ও দমকল বাহিনীর সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । তবে কি কারনে এই অগ্নিকাণ্ড তা এখনো স্পষ্ট নয় । আগুন লাগার কারণ খতিয়ে দেখছে ঘোলা থানার পুলিশ আধিকারিক সহ দমকল আধিকারিকেরা । আগুনে ভস্মীভূত গেঞ্জির কয়েকটি মেশিন সহ প্রচুর পরিমাণে কাঁচামাল । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি কারখানা মালিক।

স্থানীয় বাসিন্দা শিবনারায়ণ রায় বলেন, আগুনের খবর স্থানীয় মানুষজন দমকলে খবর দেওয়ার পাশাপাশি আগুন নেভাতে উদ্যোগী হন তারাও । তবে কি কারনে আগুন লেগেছে সেটা এখনো স্পষ্ট নয় ।

দমকল বিভাগের আধিকারিক সুমন সিঠ জানালেন,আগুনের খবর পাওয়ার সাথে সাথেই তারা এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে আগুন । যদিও ঘটনায় কোন আহতর খবর নেই ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments