Friday, April 26, 2024
Homeদেশমুম্বাইয়ে পেট্রোলের দাম ১২০ টাকা পার হল

মুম্বাইয়ে পেট্রোলের দাম ১২০ টাকা পার হল

দেশের বাণিজ্যনগরী মুম্বই শহরে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। লিটার প্রতি দর 120.51 টাকা। লিটার প্রতি ডিজেল 104.77 টাকা। দামে কোনও বদল নেই।

পেট্রল-ডিজেলের দামে কোনও বদল নেই। একটানা ১৪ দিন, অর্থাৎ দুই সপ্তাহ অপরিবর্তিত দাম। এর আগের সপ্তাহে, নাগাড়ে বাড়ছিল জ্বালানির দর। চলতি সপ্তাহে সেই দামে বড় বদল আসেনি। আলাদা করে দেশের কোনও মহানগরেই ( Metro Cities) দাম বাড়েনি জ্বালানির। যার ফলে সামান্য হলেও কি স্বস্তিতে দেশের সাধারণ মানুষ?

যদিও দাম না বাড়লেও, দাম কমেওনি কোথাও। দেশের কোনও শহরেই এক পয়সাও কমেনি পেট্রল-ডিজেলের দাম। যে কারণে দুশ্চিন্তার ভাঁজ বাইক আরোহী থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বাজার-দোকানি সকলের। দাম না কমলে যে মূল্যবৃদ্ধির পারদও নীচে নামবে না।

ক্রয়ক্ষমতার বিচারে পেট্রল-ডিজেলের দামের নিরিখে সারা বিশ্বে ভারত তৃতীয়। দেশে মূল্যবৃদ্ধির হাওয়া প্রকট। লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দর। চাল-ডাল, আলু-তেল-সবজি থেকে মুরগির মাংস– দামের প্রকোপ আকাশছোঁয়া সবক্ষেত্রেই। পেট্রল-ডিজেলের দাম বাড়লে, তা স্বাভাবিকভাবেই বাকি সামগ্রীগুলোর দরে প্রভাব ফেলে থাকে। বর্তমানেও, তাই হচ্ছে। একনাগাড়ে দাম বাড়ছে অন্য সমস্ত সামগ্রীর।

দেশের রাজধানী দিল্লি শহরেও বেশ চড়া পেট্রল-ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রলের দাম 105.41 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম 96 টাকা 67 পয়সা। টানা 14 দিন বদল নেই দামে। তবে দাম না বাড়লেও, চড়া বিক্রয়মূল্য নাগরিকদের অসুবিধায় রাখবে।

দেশের বাণিজ্যনগরী মুম্বই শহরে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। লিটার প্রতি দর 120.51 টাকা। লিটার প্রতি ডিজেল 104.77 টাকা। দামে কোনও বদল নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments