Friday, May 3, 2024
Homeকরোনা আপডেটচতুর্থ ঢেউ কি আসন্ন? ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী

চতুর্থ ঢেউ কি আসন্ন? ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী

করোনার চতুর্থ ঢেউ কি আসন্ন? দিল্লিতে নতুন করে বাড়তে ছাড়া সংক্রমণের মাত্রা যেন তেমন সংকেতই দিচ্ছে। এর জেরে গত ২৪ ঘণ্টায় দেশেও লাফিয়ে বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। ১২ হাজার ছাড়িয়ে গেল দেশের সক্রিয় রোগীর সংখ্যা। তারই মধ্যে অতি সংক্রামক এক্সই ভ্য়ারিয়েন্ট নিয়েও চিন্তিত বিশেষজ্ঞরা।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,০৬৭ জন। গতকাল যা ছিল ১২০০-র কিছু বেশি। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত ৬৩২ জন। সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১২ হাজার ৩৪০। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার আপাতত ০.০৩ শতাংশ। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার ৬।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments