Monday, April 29, 2024
Homeখেলাধূলাভাঙ্গল যুবরাজের রেকর্ড, মাত্র ৯ বলে হাফসেঞ্চুরি করলেন নেপালের দীপেন্দ্র সিং

ভাঙ্গল যুবরাজের রেকর্ড, মাত্র ৯ বলে হাফসেঞ্চুরি করলেন নেপালের দীপেন্দ্র সিং

টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ডে নতুন করে নাম লেখাল নেপাল। এশিয়ান গেমসের ক্রিকেট টুর্নামেন্টে চীনের হাংঝুতে মঙ্গোলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়ল দক্ষিণ এশিয়ার দেশ।
এই ম্যাচে ৩ উইকেট হারিয়ে ২০ ওভারে ৩১৪ রান তুলেছে নেপাল। গোটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেই এটি সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছিলেন আফগানরা।
এই ম্যাচে আরও রেকর্ড গড়েছে নেপাল। এক ইনিংসে সর্বোচ্চ ২৬টি ছক্কা হাঁকিয়েছেন নেপালিরা। যার আগে আফগানরা হাঁকিয়েছিল ২২টি।

সবচেয়ে মজার বিষয় হলো— আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ডটিও নিজেদের করে নিয়েছে নেপাল। নেপালের দীপেন্দ্র সিং আইরে মাত্র ৯ বলে অর্ধশতক তুলে নিয়েছেন। তিনি ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলে হাফসেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন। আইরে ১০ বলে ৫২ রান তুলে অপরাজিত ছিলেন। তার মধ্যে তিনি ৮টি ছক্কা হাঁকিয়েছেন। তার স্ট্রাইকরেট ছিল ৫২০।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments