Thursday, May 2, 2024
Homeশিলিগুড়িশীতের সময় এখন শিলিগুড়ি ফুলবাড়ির বাড়তি আকর্ষণ পরিযায়ী পাখি

শীতের সময় এখন শিলিগুড়ি ফুলবাড়ির বাড়তি আকর্ষণ পরিযায়ী পাখি

শিলিগুড়ি:

শীতের সময় ফুলবাড়ির বাড়তি আকর্ষণ পরিযায়ী পাখি।রংবেরঙের বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা শুরু ফুলবাড়ির বিভিন্ন জলাশয়ে।এখনো সেরকম ভাবে শীতের আমেজ নেই উত্তরবঙ্গে।তবে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সংলগ্ন জলাশয়ে।স্থানীয়রা জানিয়েছেন প্রতিবছর বহু পর্যটক এই সমস্ত পাখি দেখতে ফুলবাড়ী ব্যারাজ এলাকায় এসে থাকেন।এদিকে শীত পড়তে না পড়তেই উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়ের পাশাপাশি ফুলবাড়ীর মহানন্দা ব্যারেজ জলাশয়ে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়।মূলত বিভিন্ন প্রজাতির রুডি শেলডাক,রিভার ল্যাপউইং সহ নানা ধরনের অতিথি পাখিরা প্রতিবছর এখানে এসে থাকেন।এরা শীত বেরোনোর সাথে সাথে তারাও ফিরে যায় নিজেদের দেশে।শীত বাড়ার সাথে সাথে পরিযায়ী পাখির সংখ্যা ও বাড়বে বলে মনে করছেন এলাকাবাসীরা।পরিবেশপ্রেমী অনিমেষ বসু জানিয়েছেন শীত পড়লেই এই সমস্ত পাখিরা মঙ্গোলিয়া তিব্বত থেকে উত্তরবঙ্গে পাড়ি দেয় বিভিন্ন জলাশয় গুলিতে মূলত এদের দেখতে পাওয়া যায়।নভেম্বর ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এরা এখানে থাকে।উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশ পাখিদের পছন্দ তাই তারা এদিকটায় চলে আসে।তিনি আরো বলেন শীত এলেই উত্তরবঙ্গ পাখিদের প্যারাডাইস হয়ে ওঠে।রুডি শেলডাক,রিভার ল্যাপউইং,সহ আরও একাধিক পাখি এই এলকায় থাকতে পছন্দ করে।পাখির প্রজাতি
রুডিশেল ডাক,রেড ফ্রন্টেট পোচার্ড,গ্যডওয়াল,হুইসলিং ডাক,গ্রেটার হোয়াইট ফ্রন্টেট গুজ,রিভার ল্যাপউইং সহ একাধিক পাখি।৪৩টি প্রজাতির পাখি আসে ফুলবাড়ি ব্যারেজে।পাখির নামঃ-ফেরুজিনাস ডাক,কমন পোচার্ড,গাডওয়াল,গ্রে ল্যাগ গুস,বার হেডেড গুস,নর্দার্ন পিনটেইল,নর্দান শোভেলার,ইউরেশিয়ান উইজিওন,রেড ক্রেস্টেড পোচার্ড,টাফটেড ডাক,টেমিনকস স্টিন্ট,গ্রেট ক্রেস্টেড,গ্রিব,রুডি শেল ডাক,মার্শ হ্যারিয়ার,লেসার আডজুটেন্ট স্টর্ক,ইয়ালো ব্রেস্টেড বানটিং,ফ্যালকেটেড ডাক,গার্গেনি সহ আরও বেশকিছু প্রজাতির পাখি।পরিযায়ি পাখি মূলত আসে
মঙ্গোলিয়া,তিব্বত,দক্ষিণ আফ্রিকা,সাইবেরিয়া,সুইজারল্যান্ড সহ অন্যান্য দেশ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়ে এসে ভিড় জমায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments