Saturday, April 27, 2024
Homeআন্তর্জাতিকটি২০ তে বিরল নজির, একাধিক রেকর্ড গড়ল নেপাল ক্রিকেট দল

টি২০ তে বিরল নজির, একাধিক রেকর্ড গড়ল নেপাল ক্রিকেট দল

রেকর্ড বইয়ে নাম তুলে ফেলল নেপাল ক্রিকেট দল।

টি২০ ক্রিকেটে গড়ল বিরল নজির। এশিয়ান গেমসে টি২০ ক্রিকেটে দলগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল নেপাল। বুধবার মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপাল তোলে ৩ উইকেটে ৩১৪ রান। এর আগে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ দলগত রানের রেকর্ড ছিল আফগানিস্তানের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তারা তুলেছিল ২৭৮/‌৩। ম্যাচে একাধিক রেকর্ড হয়েছে। নেপালের ইনিংসে রয়েছে ২৬ ছয়। এর আগে টি২০ ক্রিকেটে একটি ইনিংসে এত ছয় দেখা যায়নি। এক্ষেত্রেও নেপাল ভেঙেছে আফগানদের রেকর্ড। ২০১৯ সালে আইরিশদের বিরুদ্ধে আফগানরা মেরেছিল ২২ ছয়। টি২০ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ডও গড়েছে নেপাল। অলরাউন্ডার দীপেন্দ্র সিং ৯ বলে ৫০ করে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড করেছেন। শেষ অবধি তিনি ৫২ রানে অপরাজিত থাকেন। এই রেকর্ড এতদিন ছিল যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবি। কুশল মাল্লা ৫০ বলে ১৩৭ রান করেন। মাত্র ৩৪ বলে শতরান পূর্ণ করেন তিনি। এটাই টি২০ ক্রিকেটে দ্রুততম শতরান। এর আগের রেকর্ড যুগ্মভাবে ছিল রোহিত শর্মা ও ডেভিড মিলারের। দু’‌জনেই ৩৪ বলে শতরান করেছিলেন। নেপাল ম্যাচটি শেষ অবধি জেতে ২৭৩ রানে। এটি আবার টি২০ ক্রিকেটে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগের রেকর্ড ছিল চেক প্রজাতন্ত্রের। ২০১৯ সালে কন্টিনেন্টাল কাপে তুরস্ককে ২৫৭ রানে হারিয়েছিল চেকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments