Tuesday, April 30, 2024
Homeকোচবিহারবাধাপ্রাপ্ত রবীন্দ্রনাথ, বিতর্কিত মন্তব্যে বাড়িতে ঢুকতে দিলেন না পার্থপ্রতিম রায়ের বাবা

বাধাপ্রাপ্ত রবীন্দ্রনাথ, বিতর্কিত মন্তব্যে বাড়িতে ঢুকতে দিলেন না পার্থপ্রতিম রায়ের বাবা

নিজস্ব সংবাদদাতা: বিতর্কিত মন্তব্যের জেরে জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়ের বাড়িতে ঢোকার মুখে বাধাপ্রাপ্ত হলেন প্রাক্তন জেলা সভাপতি তথা রবিবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায় এর গ্রামের বাড়ি নাটাবাড়ি বিধানসভার এলাকার জিরানপুরে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোচবিহারের বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ মন্তব্য করেছিলেন “সাজানো ঘটনা”। কিন্তু সোমবার সকালে রাজ্য নেতৃত্বে নির্দেশে জিরানপুড়ে পার্থপ্রতিম রায়ের বাড়িতে দেখা করতে যান রবীন্দ্রনাথ ঘোষ। আর সেখানেই বিপত্তি। পার্থ প্রতিম রায় এর বাবা রবীন্দ্রনাথ বাড়িতে ঢুকতে পর্যন্ত দেননি বলে অভিযোগ।

শুধু তাই নয় সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর বিবৃতি নিয়ম তাকে কটাক্ষ করেন পার্থ প্রতিম রায় এর বাবা। পাশাপাশি কোচবিহার জেলা প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠক করে পার্থ প্রতিম রায় এর ঘনিষ্ঠ মহলের তরফ থ্যাংক ইউ রবীন্দ্রনাথ ঘোষের এই বিবৃতির বিরুদ্ধে নিন্দাজনক ঘটনা বলে মন্তব্য করা হয়েছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার ব্লক সভাপতি থেকে শুরু করে পার্থ প্রতিম রায় এর ছায়া সঙ্গী রাহুল রায়, সঞ্জীব রাজভর সহ প্রমুখ। যদিও বা মূল বক্তব্য রাখেন কোচবিহার ২ নম্বর ব্লকের সভাপতি গোপালকৃষ্ণ সরকার। তার বক্তব্য অনুযায়ী, গতকালের রবীন্দ্রনাথ ঘোষের বিবৃতির পরে আজ সকালে পার্থ বাবুর বাড়িতে যাওয়া যথেষ্ট চিন্তার জনক ঘটনা।

বাধাপ্রাপ্ত রবীন্দ্রনাথ, বিতর্কিত মন্তব্যে বাড়িতে ঢুকতে দিলেন না পার্থপ্রতিম রায়ের বাবা

যদিও বা গোপালবাবু কে প্রশ্ন করা হয়, 2 নম্বর ব্লক সভাপতি হয়েও কেন ১ নাম্বার ব্লক বা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের হয়ে তিনি কথা বলেছেন। এই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। অপরদিকে রাহুল রায় মন্তব্য করে বলেন, জেলা সভাপতির বাড়ি ওপরে হামলা একটি ন্যাক্কারজনক এবং নিন্দনীয় ঘটনা। এই ঘটনাকে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য ভাবে দেখলে তা অন্যায়। যদিও বা এই ঘটনায় আরো একবার কাকা ভাস্তারা সম্পর্কের ব্যবধান প্রকাশ্যে আসলো। মূলত এমনিতেই কোচবিহার জেলা তৃনমূল, জেলা সভাপতি পার্থ প্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ 2 গোষ্ঠীতে বিভক্ত। এদিনের এই ঘটনা এবং একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি আরো একবার এই গোষ্ঠী কোন্দল কে প্রকাশ্যে নিয়ে আসলো। যদিও বা এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।

Read More –‘জীব সেবাই শিব সেবা’ শিশুদের দুধ,বিস্কুট, হরলিক্স দিল ব্লাড ডোনার অর্গানাইজেশন দিনহাটা শাখা

অপরদিকে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কে কি বলল তাতে আমার কিছু আসে যায় না। কোন সংবাদ মাধ্যম নিজেদের মতো করে বিবৃতি লিখেছে তার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। আমি রাজ্য নেতৃত্বে নির্দেশে পার্থর বাড়িতে গিয়েছি। পুলিশের সাথে কথা হয়েছে, সম্পূর্ণ রিপোর্ট রাজ্য নেতৃত্ব দের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং নতুন করে আমার আর কিছু বলার নেই। এলাকায় বিধানসভা নির্বাচনের আগে থেকে বেশকিছু বিজেপি সন্ত্রাসবাদি দাপিয়ে বেড়াচ্ছিল, জিরান পুর দলীয় কার্যালয়ে আগুন থেকে শুরু করে একাধিক রাজনৈতিক উত্তেজনায় কার্যকলাপ হয়েছে তাদের মাধ্যমে। তাদের শনাক্ত করে গ্রেপ্তার করুক পুলিশ।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments