Thursday, May 9, 2024
Homeকোচবিহারকোচবিহার মাতৃমার সামনে অস্থায়ী পাবলিক সেড নির্মাণ তৃণমূল শহর-ব্লক সভাপতির

কোচবিহার মাতৃমার সামনে অস্থায়ী পাবলিক সেড নির্মাণ তৃণমূল শহর-ব্লক সভাপতির

কোচবিহারঃ
কোচবিহার শহরের মেডিকেল কলেজ ও হাসপাতালের দক্ষিণ পাড়ে নির্মিত গর্ভবতী মা ও সদ্যজাত শিশুর চিকিৎসা কেন্দ্র ” মাতৃমা”র সম্মুখে মা এবং শিশুর পরিবারের সদস্যরা প্রতিদিন ও রাতে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে রাস্তার ওপরে বসে ও শুয়ে থাকেন। দীর্ঘ দিন ধরে এই সমস্যা চলতে থাকলেও এই সমস্যার সমাধানের প্রচেষ্টায় প্রশাসনের কোন হস্তক্ষেপ নেই বললেই চলে। দীর্ঘ কভিড পরিস্হিতির কারণে লকডাউনের সময় একাধিক সমাজসেবী সংগঠন গুলি এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। এই সংগঠন গুলি একাধিক সময়ে খাবার, জল, এবং প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করার মাধ্যমে এই সমস্ত মানুষ গুলির দিকে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে এই মানুষ গুলোর সমস্যার কথা উপলব্ধি করে তাদের সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন কোচবিহার জেলার শহর-ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভোমিক মহাশয়। তিনি এই সমস্ত মানুষগুলির জন্য অস্থায়ী থাকার একটি ব্যবস্থা তৈরী করেছেন যাতে রাতের সময় এই মানুষগুলোকে রাস্তার ওপর কিংবা ড্রেনের পাশে ফুটপাথে রাত্রি যাপন করতে না হয়।যা সাধারণ মানুষকে অত্যন্ত বেদনা দেয়। হাসপাতালের ভেতরে রোগীর পরিবারের জন্য রাখা সেড ঘরেও কেউ যায় না। আবার নিরাপত্তার কারণে “মাতৃমা”র গেট খুলে তার ভেতরেও রোগীর পরিবারের জায়গা করে দেওয়া যায় না। গোটা বিষয়ের উপর নজর রেখে কোচবিহার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হল অস্থায়ী পাবলিক সেড নির্মাণের কাজ। প্রায় ২০০ রোগীর পরিবারের থাকবারর মতো ব্যবস্থা এই সেডে থাকবে। কোচবিহার পৌরসভার সহযোগিতায় এলাকায় ড্রেন ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments