Monday, April 29, 2024
Homeরাজনীতি'আমি মানসিকভাবে আর বিজেপির সঙ্গে নেই।’ প্রবীর ঘোষালের মন্তব্যে জল্পনা বাড়ছে

‘আমি মানসিকভাবে আর বিজেপির সঙ্গে নেই।’ প্রবীর ঘোষালের মন্তব্যে জল্পনা বাড়ছে

নিউজ ডেস্ক:

দীর্ঘদিন বিজেপির সঙ্গে সম্পর্ক নেই’, তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-এ কলম ধরার পর এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক পদপ্রার্থী প্রবীর ঘোষাল। তাঁর দাবি, ‘আমি মানসিকভাবে আর বিজেপির সঙ্গে নেই।’ তবে তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে দলের থেকে কোনও প্রস্তাব আসেনি বলেও জানিয়েছেন ঘাসফুল শিবিরের প্রাক্তন নেতা। বুধবার সকালেই তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র উত্তর সম্পাদকীয়তে কলম ধরেছেন প্রবীর ঘোষাল। সরাসরি পদ্ম শিবিরকে নিশানা করে ‘কেন বিজেপি করা যায় না’ শীর্ষক প্রচ্ছদটি লিখেছেন তিনি। ‘BJP কাজ করার চেয়ে টাকা চাওয়ার লোক বেশি’, বলে কটাক্ষ করেছেন প্রবীণ নেতা।

এদিন সন্ধ্যায় কোন্নগরে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে রাজনীতিক স্পষ্টভাবেই বুঝিয়ে দিলেন যে তিনি আর BJP-তে নেই। আবার পুরনো দলে ফেরার ব্যাপারে স্পষ্ট বার্তা না দিলেও এদিন তৃণমূল নেত্রীর ভূয়সী প্রশংসা শোনা যায় প্রবীণ এই রাজনীতিকের মুখে। বর্তমানে BJP-বিরোধী একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দাবি জানান খাতায়-কলমে BJP নেতা। তাঁর কথায়, ‘২০২৪-এ মমতা বন্দ্যোপাধ্যায়ই বিকল্প কিনা তার জবাব দেওয়ার সময় এখনও আসেনি। তবে সারা ভারত জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। এই মুহূর্তে BJP-বিরোধী বড় মুখ তিনিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে কোনও সন্দেহ নেই। তাঁর উন্নয়ন ভারতে নজির গড়েছে।’

তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়ার সময় প্রবীর ঘোষালের মুখে একরাশ অভিমান-অভিযোগের কথা শোনা গিয়েছিল। এদিন সেই অভিযোগ খণ্ডন করে করে তিনি বলেন, ‘সবক্ষেত্রে আমার প্রতি সুবিচার হয়নি ঠিকই। তবে দলনেত্রী আমার প্রতি অবিচার করেছেন, কখনও বলিনি। তাঁর সঙ্গে এখনও সম্পর্ক আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত, পারিবারিক সম্পর্ক আছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments