Thursday, May 2, 2024
Homeদিনহাটাপেট্রোলের দাম প্রতি লিটারে ১০০,ঘাড়ে নিশ্বাস ফেলছে ডিজেলও, নাজেহাল দিনহাটাবাসী

পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০,ঘাড়ে নিশ্বাস ফেলছে ডিজেলও, নাজেহাল দিনহাটাবাসী

মিল্টন সরকার,দিনহাটাঃ
রাজ্যের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি করেছে পেট্রোলের দাম। প্রতি লিটারে ১০০ পার করেছে পেট্রোল,পাশাপাশি ৯২ টাকা প্রতি লিটারে পার ছুটছে ডিজেলও। আকাশছোঁয়া দামে নাজেহাল গাড়ি চালকরা। কোচবিহারে জেলার দিনহাটায় প্রতিটি পেট্রলপাম্পে আসা মানুষজন জানাচ্ছেন প্রতিদিন এভাবে পেট্রোলের দাম বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন তারা।এমনিতেই করনার জেরে আর্থিক সংকট তার ওপর পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে মাথায় বাজ পড়ছে তাদের। পেট্রল এর দাম বৃদ্ধির পাশাপাশি ডিজেলের দামও হুহু করে বাড়ছে। যার ফলে পণ্যবাহী গাড়ি চলাচলে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে।

দাম বৃদ্ধি প্রসঙ্গে দিনহাটার এক অটোচালক বলেন,একদিকে গাড়িতে লোকসংখ্যা খুবই কম নিয়ে চলতে হচ্ছে তার ওপর ভাড়া বেশি নেওয়া যাচ্ছে না। এদিকে তেলের দাম প্রতিনিয়ত বেড়েই চলছে। কি করব বুঝে উঠতে পারছি না আমরা চাই সরকার আমাদের দেখুক এবং আমাদের সাহায্য করুক। শুধুমাত্র গাড়িচালক রাই নন,দাম বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন পেট্রোল পাম্প মালিকরা। জানা যাচ্ছে আগে যে পরিমাণে তেল বিক্রি হতো তার থেকে অনেকটাই কম তেল বিক্রি হচ্ছে। যেখানে আগে প্রতিদিন প্রায় গড়ে আড়াই থেকেই তিন হাজার লিটার তেল বিক্রি হত তা এখন ১১শো,১২শো তে গিয়ে দাড়িয়েছে।

অনান্য খবর- তুফানগঞ্জ রায়ঢাক মহা-শ্মশানে বৈদ্দুতিক চুল্লি তৈরির কাজ খতিয়ে দেখতে পৌরসভার চেয়ারম্যান

তবে এর সঠিক সুরাহা কবে মিলবে তা কোনোভাবেই বুঝে উঠতে পারছে না সাধারণ মানুষ। প্রতিদিন এভাবে লাগামছাড়া তেলের দাম বাড়তে থাকলে হয়তো গাড়ি চালানো ছেড়ে দিতে হবে সাধারণ মানুষকে। অনেকে বলছেন সাইকেল চালানো শুরু করতে হবে,সত্যিই হয়তো সেটা দেখা যেতে পারে আগামীতে।

পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০,ঘাড়ে নিশ্বাস ফেলছে ডিজেলও, নাজেহাল দিনহাটাবাসী

অনান্য খবর- বাজারে এল এবার ‘ খেলা হবে ‘ চাল ,পড়ুন

WTC FINAL: দ্বিতীয় দিনে ভারতের স্কোর ১৪৬-৩, ক্রিজে অপরাজিত বিরাট-অজিঙ্কা

Regarding the price hike, a motorist from Dinhata said, “On the one hand, the population is very small and the rent is not going to be high.” Meanwhile, oil prices continue to rise. I don’t know what to do. We want the government to see us and help us. Not only the driver, but also the petrol pump owners are facing problems in increasing the price. It is learned that much less oil is being sold than was sold earlier.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments