Thursday, April 25, 2024
HomeখেলাধূলাWTC FINAL : দ্বিতীয় দিনে ভারতের স্কোর ১৪৬-৩, ক্রিজে অপরাজিত বিরাট-অজিঙ্কা

WTC FINAL : দ্বিতীয় দিনে ভারতের স্কোর ১৪৬-৩, ক্রিজে অপরাজিত বিরাট-অজিঙ্কা

Uttorer Sangbad:- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এর দ্বিতীয় দিনের খেলা শেষ হল। দ্বিতীয় দিনের অন্তিম সেশনে প্রায় খেলাই হল না বললেই চলে। দিনের শেষে ভারত তিন উইকেটে ১৪৬ রান করেছে ভারত। ক্রিজে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি (৪৪) এবং অজিঙ্কা রাহানে (২৯)। আজ ভারতীয় ব্যাটসম্যানরা যখন ব্যাট করতে নামেন, তখন আকাশ যথেষ্ট মেঘলা ছিল। তবে ওপেনিং পার্টনারশিপে রোহিত শুভমান গিলকে সঙ্গী করে ৬২ রান দলের স্কোরবোর্ডে যোগ করেন। তবে প্রথম সেশনের শেষের দিকে এই দুই ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছে। প্রথম সেশনে যে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ভারসাম্য বজায় রাখতে পেরেছে, তেমনটা আশা করা যেতেই পারে। এই দুই ব্যাটসম্যানই কিউয়ি বোলারদের সহজে খেলতে পেরেছেন। WTC FINAL

আজ ৩৪ রানের অনবদ্য একটা ইনিংস উপহার দেন রোহিত শর্মা। তবে কাইল জেমিসনের একটা ডেলিভারি তাঁর ব্যাটের বাইরের কানা লেগে তৃতীয় স্লিপে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন টিম সাউদি। তিনি ডানদিকে ডাইভ মেরে ক্যাচটা লুফে নেন। শুভমান গিলও আজ ২৮ রানে ফিরে যান।

WTC FINAL: দ্বিতীয় দিনে ভারতের স্কোর ১৪৬-৩, ক্রিজে অপরাজিত বিরাট-অজিঙ্কা

অনান্য খবর- প্রজাতন্ত্র দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচ জিতল মেখলিগঞ্জ মহকুমা প্রশাসন

পরের খবর – বিভিন্ন দাবীতে প্রতিবাদ সপ্তাহ পালন ময়নাতে

কেন্দ্রের বিজেপি সরকারের পেট্রোল-ডিজেল- রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, লকডাউনের সুযোগ নিয়ে জনবিরোধী নীতি লাগু করা। এবং রাজ্য সরকারের বিধান পরিষদ গঠন ও ভ্যাক্সিন কেলেঙ্কারির প্রতিবাদে শুক্রবার ময়না লোকাল কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকল নাগরিকদের দ্রুত ভ্যাক্সিন দেওয়া, লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা সহ কয়েক দফা দাবীতে এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের ১-৭ জুলাই প্রতিবাদ সপ্তাহের ডাক দেওয়া হয়েছে। এর অঙ্গ হিসাবে ময়না লোকাল কমিটির প্রতিবাদ সপ্তাহ পালন। ময়না জুড়ে টোটো প্রচার ও প্রচার সভা অনুষ্ঠিত হয় ।

অনান্য খবর- তৃণমূল নেতার সঙ্গে বৈঠক করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, জল্পনা তুঙ্গে

দলের জেলা কমিটির সদস্য বিবেক রায় জানিয়েছেন,কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা আন্দোলনের ডাক দিয়েছি।এর পাশাপাশি তিনি জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ও বড়মা দুটি কোভিড হাসপাতালে সরকারি পরিষেবা তুলে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আগামী ৬ জুলাই ময়না বি ডি ও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সুদাম সাহু, রবীন্দ্রনাথ দাস, টোটন শাসমল, সিদ্ধার্থ শংকর রায় প্রমূখ ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments