Thursday, May 2, 2024
Homeদিল্লিপিজ্জা হোম ডেলিভারি হলে, দুয়ারে রেশন কেন হবেনা? কেন্দ্রকে আক্রমণ কেজরিওয়াল এর

পিজ্জা হোম ডেলিভারি হলে, দুয়ারে রেশন কেন হবেনা? কেন্দ্রকে আক্রমণ কেজরিওয়াল এর

দিল্লিঃ
বাড়ির চৌকাঠ পর্যন্ত যদি পিৎজা-বার্গার পৌঁছে যায়, তা হলে রেশনে আপত্তি কোথায়- এই প্রশ্ন তুলেই কেন্দ্রকে বিঁধলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ধাঁচেই চলতি করোনা পরিস্থিতিতে দিল্লির প্রায় ৭২ লক্ষ উপভোক্তার ঘরে-ঘরে চাল ও আটা পৌঁছে দেওয়ার প্রকল্প নিয়েছিল আম আদমি পার্টির সরকার। সোমবার থেকে তা শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্র কার্যত আচমকাই তা বন্ধ রাখতে বলেছে।

সেই প্রেক্ষিতেই এদিন সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, ‘আমি হাতজোড় করে কেন্দ্রের কাছে অনুরোধ করছি, দয়া করে অন্তত গরিবদের কথা ভেবে এই প্রকল্প বন্ধ করবেন না। অনুমতি দিয়ে বাধিত করুন। এর মধ্যে অন্তত আর রাজনীতি আনবেন না।’ রেশন-মাফিয়াদের পিঠ বাঁচাতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলেও মন্তব্য করেন কেজরি। তাঁর কথায়, ‘বোঝাই যাচ্ছে, দরিদ্রদের কথা ভেবেও বিরোধীদের কোনও প্রকল্পই গ্রাহ্য করবে না কেন্দ্র। পিৎজা, বার্গার, ফোন, জামাকাপড় তো এই অতিমারী আবহেও দিব্যি হোম ডেলিভারি হচ্ছে। তা হলে রেশনে আপত্তি কীসের? জানি না, কেন্দ্রে কেন এই প্রকল্প কোনও কারণ ছাড়াই হঠাৎ বন্ধ করে দিল।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments