Saturday, April 27, 2024
Homeদিল্লিআজ থেকে শুরু হল সংসদের বিশেষ অধিবেশন

আজ থেকে শুরু হল সংসদের বিশেষ অধিবেশন

আজ, সোমবার থেকে শুরু হল সংসদের বিশেষ অধিবেশন। আগামী ২২ সেপ্টেম্বর অবধি এই অধিবেশন চলবে। এই অধিবেশনে মোট আটটি বিল পেশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের বলে সূত্রের খবর। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, সংসদের বিশেষ অধিবেশন ডাকার আসল কারণ স্পষ্ট করছে না কেন্দ্র।

এদিন সংসদ অধিবেশন শুরু হতেই বিরোধীদের হই-হট্টগোলে উত্তেজনার সৃষ্টি লোকসভায়। বিরোধী সাংসদদের চুপ করানোর চেষ্টা করেন অধ্যক্ষ ওম বিড়লা।

এদিন শুরুতেই দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সংসদের বিশেষ অধিবেশনে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এই সংসদীয় যাত্রা ঐতিহাসিক হতে চলেছে। ইতিহাসকে স্মরণ করে আমরা এই ঐতিহাসিক ভবন থেকে বিদায় নিচ্ছি। এই সদন আগে ইমপেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ছিল। স্বাধীনতার পরে তা সংসদে পরিণত হয়। ব্রিটিশরা সংসদ তৈরির সিদ্ধান্ত নিলেও, আমরা গর্বের সঙ্গে বলতে পারি এই সংসদ গঠনের শ্রম, অর্থ, বল আমাদের দেশবাসীর ছিল।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments