Sunday, April 28, 2024
Homeআলিপুরদুয়ারদুর্গম পাহাড় থেকে পালকি অ্যাম্বুলেন্সে চড়ে এসে মা হলেন এক অন্তঃসত্ত্বা

দুর্গম পাহাড় থেকে পালকি অ্যাম্বুলেন্সে চড়ে এসে মা হলেন এক অন্তঃসত্ত্বা

নিজস্ব সংবাদদাতা:

আলিপুরদুয়ারঃ সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এক ফুটফুটে সন্তানের জন্ম দিলেন প্রত‍্যন্ত বক্সা পাহাড়ের বাসিন্দা পাশালুং ডুকপা। সমুদ্র পৃষ্ঠ থেকে ২৬০০ ফুট উচ্চতায় প্রত‍্যন্ত দূরগম বক্সা পাহাড়ের ডারাগাঁও তে বাড়ি তার। গত ১৫ই জানুয়ারি হটাৎ শারিরিক ভাবে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। খবর দেওয়া হয় পাহাড়ে সদ্য চালু হওয়া পালকি আ্যম্বুলেন্স পরিষেবাকে। খবর পেয়েই বাডির সামনে হাজির পালকি আ্যম্বুলেন্স। এবং তাতে চড়েই পাহাড় থেকে নেমে আসেন জিরো পয়েন্ট তারপর সেখান গাড়িতে চেপে তাকে কালচিনি লতাবাড়ি মাদার হাব। শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় গত ১৫ তারিখ তাকে নিয়ে আসা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। সেখানে সোমবার এক ফুটফুটে সন্তানের জন্ম দেন তিনি।

নিজস্ব চিত্র


উল্লেখ্য গত ৯ই ডিসেম্বর দুর্গম বক্সা পাহাড় থেকে অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলাদের সমতলের হাসপাতালে আনতে চালু হয় জেলা পালকি আ্যম্বুলেন্স পরিষেবা। এতদিন বক্সা পাহড়ের কেউ অসুস্থ হলে তাঁকে বাঁশের মাচায় ট্রেকিং করে সমতলে নামিয়ে আনতে হত ৷ এবার থেকে এই পালকিতে করে রোগীদের নিয়ে যাওয়া হবে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে ৷ জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও ফ‍্যামিলি প্লানিং আ্যসোসিয়েশন অফ ইণ্ডিয়া সংস্থার উদ‍্যোগে শুরু হয়েছে ছএই পরিষেবা ৷
ফ‍্যামিলি প্লানিং আ্যসোসিয়েশন অফ ইণ্ডিয়া ব্রাঞ্চ ম‍্যানেজার তুষার চক্রবর্তী জানান গতকাল পাশালুং ডুকপা এক কন‍্যা সন্তানের জন্ম দিয়েছে বর্তমানে মা ও কন‍্যা সন্তান দুজনে সুস্থ আছে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments