Friday, April 26, 2024
Homeনিউজ ডেস্কজল্পনার অবসান! কংগ্রেস শিবিরে যোগ দিলেন দাপুটে সিপিআইএম নেতা কানহাইয়া কুমার

জল্পনার অবসান! কংগ্রেস শিবিরে যোগ দিলেন দাপুটে সিপিআইএম নেতা কানহাইয়া কুমার

নিউজ ডেস্কঃ
যাবতীয় জল্পনার অবসান। শেষ পর্যন্ত লালঝাণ্ডা ছেড়ে তেরঙ্গা পতাকা হাতে তুলে নিলেন কানহাইয়া কুমার ( Kanhaiya Kumar)। মঙ্গলবার দুপুরে দিল্লিতে কংগ্রেস হেডকোয়ার্টারে রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপস্থিতিতে কংগ্রেস শিবিরে যোগ দিলেন বামেদের এই পোস্টার বয়। তাঁর সঙ্গেই এদিন কংগ্রেসে যোগ দিলেন গুজরাটের নির্দল বিধায়ক জিগনেশ মেওয়ানি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি থাকাকালীনই কানহাইয়ার দেখানো ‘আজাদি’র স্বপ্নের অন্যতম সঙ্গী ছিলেন জিগনেশ। ‘দাদার অনুগামী’ হয়ে তিনিও ভিড়তে চলেছেন সোনিয়ার দলে। জানা গিয়েছে, রবিবার মধ্যরাত পর্যন্ত চলেছে দর কষাকষি। কিন্তু, শেষ পর্যন্ত কংগ্রেসের ‘অফার’-এই সাড়া দিলেন কানহাইয়া। মনে করা হচ্ছে, পিকে ফ্যাক্টরের উপর ভর করেই কংগ্রেসে অভিষেক হল এই বাম নেতার।

কংগ্রেসে যোগ দিয়ে কী বললেন কানহাইয়া?

‘এটা একটা ঐতিহাসিক দিন। শহিদ ভগৎ সিংয়ের জন্মদিন হিসেবে এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দেশের সংস্কৃতি, ঐতিহ্য, বর্তমান এবং ভবিষ্যৎ নষ্ট করার উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় রয়েছে একটা শক্তি। আমি এই দেশের সবচেয়ে পুরনো পার্টি, সবচেয়ে বড় গণতান্ত্রিক পার্টিতে যোগদান করেছি। কারণ, এই দেশের লাখ লাখ তরুণদের আজ মনে হচ্ছে, কংগ্রেস না বাঁচলে এই দেশ বাঁচবে না। দেশে প্রয়োজন ভগৎ সিংয়ের দৃঢ়তা, আম্বেডকরের মতো চিন্তন এবং গান্ধীজির মতো একতার প্রয়োজন। ভারতের পরম্পরা বাঁচাতে হবে। কংগ্রেসই এমন এক পার্টি যারা গান্ধী-নেহরু-আম্বেডকরের ধারা বহন করে। তাই এই পার্টিতে এসেছি। আমি কোনও দোষ করছিনা। দেশের সর্ববৃহৎ বিপক্ষ দল কংগ্রেস। বড় বড় জাহাজ বাঁচানো না গেলে ছোট ছোট নৌকা ডুবে যাবে। আমি যেখান থেকে শিখেছি তাদের ধন্যবাদ দেব। সঙ্গে ধন্যবাদ জানাব আমার অসংখ্য সমর্থকদের, যারা কোনও রাজনৈতিক দলের অংশ না হয়েও আমাদের আন্দোলনে যুক্ত হয়েছিলেন।’

অন্যদিকে, নির্দল বিধায়ক জিগনেশ মেওয়ানি বলেন, ‘টেকনিক্যাল কারণে আমি কংগ্রেসে সরাসরি যোগ দিতে পারলাম না। কারণ আমি নির্দল বিধায়ক। কংগ্রেসে যোগ দিলে আমায় বিধায়ক হিসেবে থাকতে পারব না। কিন্তু, কংগ্রেসের আদর্শেই লড়াই এগিয়ে নিয়ে যাব। আগামীদিনে কংগ্রেসের প্রতীকেই গুজরাট থেকে নির্বাচনে লড়ব।’

AC খুলে নিয়ে গেলেন কানহাইয়া

যোগদানের আগে নিজের পার্টি অফিস থেকে শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন খুলে নিয়ে গিয়েছেন বাম নেতা। CPI-এর বিহারের রাজ্য সম্পাদক রাম নরেশ পাণ্ডে বলেন, ‘সম্প্রতি পাটনার অফিস থেকে AC খুলে নিয়ে যাওয়া হয়েছে। এই AC মেশিনটি কানহাইয়াই অফিসে লাগিয়ে দিয়েছিলেন। নিজের খরচেই AC লাগিয়েছিলেন কানহাইয়া।’ ঘটনায় রীতিমতো হতবাক বিহারের বাম কর্মী-সমর্থকরা। ইউথ আইকনের এহেন অচরণে ক্ষুব্ধ অনেকেই। অনেকে আবার পার্টি নেতৃত্বকেই দাপুটে নেতাকে ধরে রাখতে না পারার জন্য দুষছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments