Sunday, April 28, 2024
Homeডুয়ার্সবক্সায় শকুন প্রজননে বড় সাফল্য বনদপ্তরের

বক্সায় শকুন প্রজননে বড় সাফল্য বনদপ্তরের

বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে ছাড়া ক্যাপটিভ ব্রিড হোয়াইট ব্যাকড ভালচারদের ওয়াইল্ড ব্রিডিং শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রথম ওয়াইল্ড জেনেরেশন পৃথিবীতে এসেছে যার বয়স এখন এক মাস। এটা শকুন সংরক্ষণের ক্ষেত্রে একটা বিরাট সাফল্য বলে জানাচ্ছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকেরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের নভেম্বর মাসে ক্যাপটিভ ব্রিড হোয়াইট ব্যাকড ভালচার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। ওগুলোকে প্রতিদিন মনিটরিং করা হতো। তারা কোথায় কোথায় যাচ্ছে, কোথায় বিশ্রাম নিচ্ছে, কোথায় বাসা বানাচ্ছে, কোন কোন এলাকায় ঘুরছে প্রভৃতি বন দপ্তর থেকে নজর রাখা হতো। ২০২৩ সালের ডিসেম্বর মাস নাগাদ বক্সার কোর জঙ্গলে নজরদারী দল একটি বাসায় ডিম্ লক্ষ্য করে। তারপর থেকেই ওই বাসা সহ ডিমের কোনও ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছিল। ইতিমধ্যেই গত তিন বছরে এই শকুন প্রজনন কেন্দ্র থেকে ৩১টি হোয়াইট ব্যাকড ভালচার জঙ্গলে কয়েক ধাপে ছাড়া হয়ে গেছে। বক্সার ডিএফসি ওয়েস্ট প্রবীণ কাসওয়ান জানান, এটা খুবই বড় সাফল্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments