Sunday, April 28, 2024
Homeদেশদক্ষিণ কাশ্মীরের অবন্তিপুরা জেলার ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের অবন্তিপুরা জেলার ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের অবন্তিপুরা জেলার ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে (Srinagar Encounter) নিকেশ ২ জঙ্গি। পুলিস জানিয়েছে, ওই দুই জঙ্গির একজন মুজাফফর সোফি ওরফে মুয়াভিয়া। সে আনসার গাজওয়াত-উল-হিন্দ-এর (Ansar Ghazwat-ul-Hind) সদস্য ছিল। অপরজন উমর তেলি ওরফে তালহা, লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর (Lashkar-E-Taiba) সদস্য ছিল। দুই জঙ্গিই শ্রীনগর শহরে বেশ কয়েকটি অপরাধের সঙ্গে যুক্ত। সম্প্রতি শ্রীনগরের খানমোতে স্থানীয় সরপঞ্চ খুনের ঘটনাতেও তারা জড়িত ছিল।

কাশ্মীর পুলিসের আইজি বিজয় কুমার জানিয়েছেন, মঙ্গলবার রাতেই অবন্তিপুরার ত্রাল এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া যায়। বুধবার খুব ভোরে পুলিস ও নিরাপত্তা বাহিনী ওই এলাকাটি ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি অভিযান। তারপরই শুরু হয় গুলির লড়াই। পুলিস বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় তারাও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments