Monday, May 6, 2024
Homeকোচবিহারতৃণমূল কংগ্রেস কর্মীর খুনকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারে

তৃণমূল কংগ্রেস কর্মীর খুনকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারে

নিজস্ব সংবাদদাতাঃ শাসক দল তৃণমূল কংগ্রেসের নিহত হলেন এক কর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের দেওর হাট। জানা যায় মৃত ওই তৃণমূল কর্মীর নাম বক্কস মিয়া। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক তৃণমূল কর্মী তার নাম কায়ুম আলী। অভিযোগ, বক্বস মিয়া ও তার গাড়ির চালক কায়ুম আলী কাজ সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় এলাকারই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে তার ওপর হামলা হয় বলে অভিযোগ। এর পরে স্থানীয়রা তাদের দু’জনকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। সেখানেই মঙ্গলবার সকালে বক্কস মিয়া নামে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। জানা যায় তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তৃণমূল কংগ্রেস কর্মীর খুনকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারে

Read More –উত্তরকন্যা অভিযানে নিহত জলপাইগুড়ির শহিদুলের বাড়িতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক

দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের, ছবি তুলতে গিয়ে আক্রান্ত সাংবাদিক

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পার্থ প্রতিম রায়

কেন্দ্রীয় মন্ত্রী হবার পর প্রথম উত্তরবঙ্গে এলেন নিশীথ প্রামানিক, বাগডোগরায় নেমেই রাজ্য সরকারকে আক্রমণ

কোচবিহার চিলকিরহাটে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তুলতে ব্যাপক বিশৃঙ্খলা, হিমশিম খেলো পুলিশ

তীব্র দাবদাহের পর আচমকাই বৃষ্টি, ঠান্ডা হলো রাজার শহর কোচবিহার

১০০ দিনের কাজে নজির তৈরি করে রাজ্যে দ্বিতীয় স্থানে আলিপুরদুয়ার জেলা

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকেই ভাজপা বিধায়ক নিখিল রঞ্জন দে এর অনুগামীদের সাথে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল তার। তার জেরেই এই আক্রমণ। বিজেপির খুনি বাহিনীর হাতে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার শহর ব্লক কমিটির সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, বক্কস মিয়া তৃণমূলের একনিষ্ঠ কর্মী। স্থানীয় এলাকার ভাজপা আশ্রিত দুষ্কৃতিরাই তাকে খুন করেছে এর পিছনে বিজেপির বিধায়কের মদত রয়েছে। ইতিমধ্যেই কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। জেলার বিজেপি সভাপতি মালতি রাভা রায় বলেন, তৃণমূলের দীর্ঘদিন থেকে গোষ্ঠী কোন্দল চলছে প্রতিটি বিধানসভায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments