Sunday, April 28, 2024
Homeখেলাধূলাটি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ৫ উইকেটে হারালো অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ৫ উইকেটে হারালো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক:

টি-২০ বিশ্বকাপের শুরুটা বেশ ভালোই করল অস্ট্রেলিয়া। আজ টসে জিতে অ্যারন ফিঞ্চ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। শনিবার আবু ধাবির উইকেটে কার্যত জ্বলে উঠল অজি বোলিং ডিপার্টমেন্ট। পেসারদের সৌজন্যে একটা সময় তো দক্ষিণ আফ্রিকার ৬৮ রানেই টপ অর্ডারের পাঁচজন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যেন। সবথেকে বড় কথা, আজ অ্যাস্টন অ্যাগারের পরিবর্তে ম্যাক্সওয়েলের হাতে বল তুলে দেওয়া হয়। চার ওভারে মাত্র ২৪ রান দেওয়ার পাশাপাশি তিনি একটি উইকেটও শিকার করেছেন। ভালো বল করেছেন অ্যাডাম জাম্পাও।

মিডল ওভারে এইডেন মারক্রাম ছাড়া অজি বোলিংয়ের বিরুদ্ধে আর কোনও প্রোটিয়া ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ৩৬ বলে ৪০ রানের তুলনামূলক সম্মানজনক একটা স্কোর দলকে উপহার দেন মারক্রাম। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন ডেভিড মিলার (১৬)। তাহলে বাকিদের অবস্থাটা আপনারা সহজেই অনুধাবন করতে পারছেন।

একথা অস্বীকার করার জায়গা নেই যে আবু ধাবির উইকেট একেবারেই বোলিং সহায়ক ছিল। কিন্তু, তা বলে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান একেবারেই মেনে নেওয়া যায় না। সেই খেসারতও অবশ্য দিতে হল প্রোটিয়া ব্রিগেডকে।

শুরু থেকে অবশ্য খুব একটা ভালো জায়গায় ছিল না অস্ট্রেলিয়াও। দলের ওপেনার তথা অধিনায়ক অ্যারন ফিঞ্চ শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামার পর এটা যে একটা বড় ধাক্কা ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে ফিঞ্চ একা নন, প্রোটিয়া ব্রিগেডের বোলিং দাপটে অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যানই সেভাবে দাঁড়াতে পারেননি। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে বিতর্কের পর এই প্রথমবার ওপেন করতে দেখা গেল ডেভিড ওয়ার্নারকে (১৫ বলে ১৪ রান)। তিনিও সেভাবে কামাল কিছু করে দেখাতে পারেননি।

আজকের ম্যাচে জয় মার্কাস স্টোয়েনিসের কাছে যে একটা বড় স্বস্তি, সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। এই ম্যাচে তিনি ১৬ বলে ২৪ রান করেন। তিনি দলের কাছে অন্তত এটা বোঝাতে পেরেছেন যে পরের ম্যাচগুলোয় ম্যানেজমেন্ট তাঁর উপর নির্ভর করতে পারে। তবে আজকের ম্যাচে কিন্তু ব্যাটাররা নন, বোলাররাই কার্যত শাসন করলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের ব্যাট থেকে ৩৪ বলে ৩৫ রানের ইনিংস বেরিয়ে এলেও, সেটা দলকে স্বস্তি দিতে পারেনি। যদিও অস্ট্রেলিয়ার সামনে টার্গেট যথেষ্ট ছোটো ছিল, তবুও দক্ষিণ আফ্রিকার বোলাররা এই ম্যাচ জিততে আপ্রাণ চেষ্টা করেছিলেন। অ্যানরিচ নর্ৎজে নেন জোড়া উইকেট। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা, কেশব মহারাজ এবং তাবরাইজ শামসি। ম্যাচের সেরা ঘোষণা করা হয় জস হ্যাজেলউডকে। তিনি জোড়া উইকেট শিকার করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments