Friday, May 3, 2024
Homeঅন্যান্যMobile towers: মিথ্যা কথা বলে মোবাইল টাওয়ার বসানোর অভিযোগ!

Mobile towers: মিথ্যা কথা বলে মোবাইল টাওয়ার বসানোর অভিযোগ!

ময়নাগুড়ি, ৩১ জানুয়ারি : Mobile towers নো অবজেকশন সার্টিফিকেট না নিয়ে এলাকাবাসীকে মিথ্যা কথা বলে টাওয়ার বসানোর অভিযোগ উঠলো বুধবার। এই অভিযোগের তীর ময়নাগুড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিম্পা রায়ের জামাই বাবু ভলেন রায়ের বিরুদ্ধে। এদিকে মিথ্যা কথা বলে মোবাইল টাওয়ার বসানোর বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকার মানুষ কাজ বন্ধ করে দিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো ময়নাগুড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের পেটকাটি এলাকায়।

এলাকাবাসীদের অভিযোগ, পেটকাটি জনবহুল এলাকায় ভলেন রায় তার জমি মোবাইলের টাওয়ার কোম্পানিকে ভাড়া দিয়েছে। যেখানে গড়ে উঠতে চলেছে মোবাইলের টাওয়ার। অভিযোগ তিনি গ্রামবাসীদের বলেছিলেন এখানে পানীয় জলের ট্যাংক বসানো হবে। এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। জলের ট্যাংক বসানো হচ্ছে জেনে খুশি হয়ে যায় এলাকার বাসিন্দারা। জানা যায়, কিছুদিন আগেই শুরু হয়েছে টাওয়ার তৈরির নির্মাণ কাজ। বুধবার ওয়ার্ডের বেশ কয়েকজন নির্মাণ শ্রমিকদের বলেন এখানে কি কাজ হচ্ছে। সেই সময় তারা বলেন যে মোবাইল টাওয়ারের কাজ হচ্ছে।

আর তাতেই বিক্ষোভ শুরু হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় কাজ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা গীতা মন্ডল বলেন,”আমাদেরকে মিথ্যা কথা বলে মোবাইল টাওয়ার বসানো হচ্ছে। আমরা এটা জানতে পেরে আজকে কাজ বন্ধ করে দিয়েছি। এখানে মোবাইল টাওয়ার বসলে আমাদের অনেক অসুবিধা হবে। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।” আরেক বাসিন্দা কমল রায় বলেন,” এলাকাবাসীদের কাছ থেকে কোনরকম অনুমতি পত্র ছাড়াই কিভাবে তিনি এই টাওয়ার তৈরি করছেন এবং মানুষদের মিথ্যা কথা বলেছেন। বিষয়টি জানতে পেরে আমরা কাজ বন্ধ করে দিয়েছি।”

যদিও এই বিষয়ে ভলেন রায় বলেন,” এই এলাকায় নেটওয়ার্ক এর সমস্যা রয়েছে। ফলে এখানে মোবাইল টাওয়ার বসানো হবে। সেই কাজ করা শুরু হয়েছে। তবে ইয়ার্কি মেরে একজনকে বলেছিলাম জলের ট্যাঙ্ক বসানো হবে। তবে এই কাজের জন্য কোনো রকম অনুমতি পত্র নেই নি এলাকাবাসীদের কাছ থেকে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments