Monday, April 29, 2024
Homeকোচবিহারকোচবিহার মেডিক্যাল কলেজে পোষ্ট ইনটেনসিভ কেয়ার ইউনিটের সূচনা, আশার আলোয় কোচবিহারবাসী

কোচবিহার মেডিক্যাল কলেজে পোষ্ট ইনটেনসিভ কেয়ার ইউনিটের সূচনা, আশার আলোয় কোচবিহারবাসী

কোচবিহারঃ
মহারাজা জিতেন্দ্র নারায়ণ কোচবিহার মেডিকেল ও হসপিটালের মাতৃমা বিভাগের বিল্ডিং এ শুরু করা হল নতুন পোষ্ট ইনটেনসিভ কেয়ার ইউনিট । এই ইউনিটের কাজ হল জন্মের পর থেকে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চিকিৎসা করা। এই ইউনিটের শুভ সূচনা অনুষ্ঠানে ছিলেন মহারাজা জিতেন্দ্র নারায়ণ কোচবিহার মেডিকেল ও হসপিটালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল প্রফেসর রাজিব প্রসাদ এবং অন্যান্য বিশিষ্ট আধিকারিক গণ।
প্রফেসর রাজিব প্রসাদ জানান, “এই মেডিকেল কলেজে যে চিকিৎসা পদ্ধতি এতদিন চলছিল সেই পদ্ধতিতে জন্মের পর শিশুদের কোন বিশেষ জটিল সমস্যা থাকলে এখানে রেখে তাদের চিকিৎসা না করে তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করে পাঠিয়ে দেওয়া হত। তার ফলে রাস্তায় যেতে যেতে বহু শিশুর মৃত্যু হত কিংবা আর্থিক অবস্থা ভালো না থাকায় অনেক রোগীর বাড়ির লোকেরা বাইরে নিয়ে যেতে পারত না বলে বহু সমস্যায় পড়তে হত। এছাড়া এতদিন এখানে দ্বিতীয় স্তরের চিকিৎসা পদ্ধতির মেশিন থাকায় সমস্ত রোগীকে আমরা ঠিক মত চিকিৎসা করতে পারতাম না, আমাদের একটা সীমা বদ্ধতা ছিল। কিন্তু সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি এই ইউনিটে সংযোজিত হওয়ায় এই ইউনিটের গ্রেড এখন তৃতীয় স্তরে পৌছে গেল। তাই এখন আশা করা যাচ্ছে এই সমস্ত সমস্যা অনেকটা সমাধান হবে।”
নতুন এই ইউনিটের সূচনাতে কোচবিহারের মানুষের চিকিৎসা সংক্রান্ত ভোগান্তি যে অনেকটাই কমবে তা একপ্রকার নিশ্চিত ভাবে বলা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments