Sunday, May 19, 2024
Homeরাজনীতিফের বঙ্গে দু'দিন নরেন্দ্র মোদী; আজ জোড়া কর্মসূচি শাহের!

ফের বঙ্গে দু’দিন নরেন্দ্র মোদী; আজ জোড়া কর্মসূচি শাহের!

ফের আসন্ন লোকসভা ভোটের জন্য বঙ্গে আসতে চলেছে নরেন্দ্র মোদি।। আগামী ১১ ও ১২ই মে প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন বিজেপি সূত্রের খবর, দু’দিনে বঙ্গে চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদি। লোকসভা ভোটকে সামনে রেখে এ রাজ্যে বারোটি সভা করেছেন তিনি। চতুর্থ দফার নির্বাচনের ঠিক আগেই সফরে আছেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, এখনও পর্যন্ত ঠিক হয়েছে ১১ তারিখ হাওড়ার উলুবেরিয়াতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন মোদি। পরের দিন ১২ মে আরামবাগ-সহ আরও ৩ টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে একের পর এক ঝড় তুলছেন বিজেপি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলায় একাধিক সভা এবং রোড শো করেছেন। সাম্প্রতিক কোনও ভোটে খোদ প্রধানমন্ত্রী ঘন ঘন বঙ্গে এসে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক সভায় অংশগ্রহণ করা নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

আজ বঙ্গে জোড়া কর্মসূচি অমিত শাহর। প্রথমে কৃষ্ণনগরে দলীয় প্রার্থীকে নিয়ে রোড শো এবং পরে দুর্গাপুরের তিলক ময়দানে দিলীপ ঘোষের সমর্থনে সভা করবেন শাহ। গতকাল রাতে দুর্গাপুরে পৌঁছেই সুকান্ত মজুমদার ও অন্য নেতৃত্বের কাছে ভোট প্রস্তুতি নিয়ে খোঁজ নেন অমিত শাহ।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার করার জন্য রাজ্যের ৪২ টি আসনের পদ্মফুল ফোটানোর জন্য ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি। এবার বাংলায় ৪২ টি আসন টার্গেট করেছে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। তবে শুধুমাত্র ১১ বা ১২ মে নয়, বঙ্গের দলীয় প্রার্থীদের সমর্থনে আগামী দিনে আরও বেশ কয়েকটি সভা করবেন বলে পদ্ম শিবির সূত্রের খবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments