Friday, March 29, 2024
Homeকোচবিহারশুকারুরকুটিতে পাট চাষে বিএসএফের বাধার সম্মুখীন এলাকাবাসী, বিডিও দ্বারস্থ

শুকারুরকুটিতে পাট চাষে বিএসএফের বাধার সম্মুখীন এলাকাবাসী, বিডিও দ্বারস্থ

ঘটনার বিবরণে জানা যায় দিনহাটা 2নং ব্লকের সীমান্তবর্তী শুকারুরকুটি এলাকায় কাঁটাতার ঘেঁষা জমিতে পাট চাষে বিএসএফের বাধার মুখে পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের। তাদের অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পাট চাষ করতে দেওয়া হচ্ছে না, এনিয়ে বিএসএফের সঙ্গে তৈরি হচ্ছে বচসা। আজ বিডিওর দ্বারস্থ হন এলাকাবাসী। পাট চাষে সমস্যার সমস্ত বিষয়টি বিডিওকে খুলে বলেন তারা।
এই বিষয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী বলেন, ওই এলাকায় কাঁটাতারের ভিতর ভারতীয়দের যে জমি রয়েছে তাতে পাট আবাদ করতে বাধা দিচ্ছে বিএসএফ। এর কারণ হিসেবে বিএসএফের বক্তব্য পাট লম্বা হবার পর কাঁটাতার সংলগ্ন এলাকায় তাদের সমস্যা দেখা দেয়। এছাড়াও জেলাশাসকের অনুমতি নেই বলে তারা জানিয়েছেন কিন্তু এ বিষয়ে স্থানীয়রা গতকাল জেলাশাসকের দ্বারস্থ হয়েছিলেন। সেখান থেকে জানতে পারেন জেলাশাসকের এমন কোন অনুমতি নেই। এ বিষয়ে আজ স্থানীয় প্রশাসন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দ্বারস্থ হন তারা। বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে বলে ব্লক অফিস সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments