Friday, May 3, 2024
Homeকোচবিহারতথাকথিত বহিস্কৃত তৃণমূল কর্মাধ্যক্ষকে একই মঞ্চে বসিয়ে সভা দুই মন্ত্রীর, বহিষ্কার নিয়ে...

তথাকথিত বহিস্কৃত তৃণমূল কর্মাধ্যক্ষকে একই মঞ্চে বসিয়ে সভা দুই মন্ত্রীর, বহিষ্কার নিয়ে নানান প্রশ্ন

কোচবিহার:

দল বিরোধী কাজের জন্য জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন এবং চেয়ারম্যান উদয়ন গুহ কোচবিহার জেলা পরিষদের কর্মদক্ষ তথা সিতাই বিধানসভা এলাকায় অন্যতম গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস নেতা নুর আলম হোসেন কে দল থেকে বহিষ্কার করেছিলেন, শুধু তাই নয় কোনো দলীয় কর্মসূচি, অনুষ্ঠানে যোগ দিতে না পারে সেই বার্তাও দিয়েছিলেন তারা। কিন্তু বুধবার কোচবিহার জেলা কৃষক ক্ষেতমজুর সংগঠনের কর্মী কনভেনশনে নুর আলম কে পাশে বসিয়ে ই সভা করলেন রাজ্যের দুই মন্ত্রী। কনভেনশনে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। সুতরাং আজকে নুর আলমের মঞ্চে উপস্তিতি তার বহিষ্কার প্রসঙ্গ কে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। আলম বাবু বহিষ্কার হয়ে থাকেন তাহলে কি করে তিনি সভামঞ্চে স্থান পান তাও একজন অতিথি হিসেবে। তাহলে রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য ই কি ঠিক? তিনি বলেছিলেন এই ভাবে দুম করে কাউকে বহিষ্কার করা যায় না, বহিষ্কারের কিছু নিয়মকানুন রয়েছে। নুর আলম দলে ছিল আছে এবং থাকবে। আজকের তার উপস্থিতি এবং তাকে মঞ্চে বসেই কর্মী কনভেনশন আরো একবার কি জেলা রাজনীতির ক্ষেত্রে প্রমাণ করে দিল নুর আলম বহিষ্কার হয়নি। যদিও এই প্রসঙ্গে জেলা সভাপতি কিংবা চেয়ারম্যানের কোন রকম বক্তব্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments