Saturday, April 27, 2024
Homeদেশএবার বেসরকারিকরণের পথে আরও এক রাষ্ট্রায়ত্ত সংস্থা।

এবার বেসরকারিকরণের পথে আরও এক রাষ্ট্রায়ত্ত সংস্থা।

আর্থিক বিলগ্নিকরণ ( Economic Disinvestment) বা আর্থিক বিলগ্নিকরণ কেন্দ্রের অন্যতম বড় আর্থিক নীতি। কেন্দ্রের কোষাগারে ঘাটতি মেটাতে, বলা ভালো কেন্দ্রের কোষাগার ভরাট করার জন্যে বেসরকারিকরণের পথ নিয়েছে অর্থমন্ত্রক। একাধিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিজেদের অংশীদারিত্ব কমাচ্ছে কেন্দ্র। এই তালিকায় রয়েছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন ( Life Insurance Corporation) বা LIC। ইতিমধ্যেই LIC এর ইনিশিয়াল পাবলিক অফারিং ( Initial Public Offering) বা IPO নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। বেসরকারিকরণের পথে হেঁটেছে এয়ার ইন্ডিয়াও ( Air India)। সরকারি সংস্থাগুলোর হয় সংস্কার, নাহলে শেয়ার ছাড়া এই আপাতত কেন্দ্রের নীতি। সেই নীতির লক্ষ্যে যে কেন্দ্র অবিচল থাকবে, তা ইতিমধ্যেই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ( Nirmala Sitharaman)

বেসরকারিকরণের পথে আরও এক রাষ্ট্রায়ত্ত সংস্থা। ভারতীয় রেলের ( Indian Railway) সঙ্গে জরিত কন্টেনার কর্পোরেশন ( Container Corporation) বা CCI- কে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। কী জানা যাচ্ছে? কবে এই সংস্থাকে বেসরকারি হাতে তুলে দিতে চায় কেন্দ্র? সূত্র অনুযায়ী, এই কন্টেনার কর্পোরেশন ( Container Corporation) আগামী বছরে বেসরকারি হাতে উঠতে পারে। আগামী বছরে এই সংস্থার নিলামের কাজ সম্পূর্ণ হতে পারে। রেলের পরিকল্পনা তেমনই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments