Thursday, May 2, 2024
Homeশিলিগুড়িদীর্ঘদিন পর টয়ট্রেন চালু হলেও পর্যটক শূন্য,নেই যাত্রী

দীর্ঘদিন পর টয়ট্রেন চালু হলেও পর্যটক শূন্য,নেই যাত্রী

দীর্ঘদিন পর ফের শুরু হয়েছে শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। কিন্তু, যাত্রীর সংখ্যা একেবারেই হাতেগোনা। সোমবারও শিলিগুড়ি থেকে টয় ট্রেন দার্জিলিঙে গেলেও আশানুরূপ যাত্রী হয়নি। ফলে কার্যত হতাশ রেলকর্তারা। করোনার জেরে পর্যটনস্থলগুলি বন্ধ থাকার ফলেই টয় ট্রেনে যাত্রী হচ্ছে না বলে মনে করছেন তাঁরা।

একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে করোনার প্রকোপ- দুইয়ের জেরে স্থগিত হয়ে গিয়েছিল শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। প্রায় আড়াই মাস পর গত ২১ জানুয়ারি থেকে পুনরায় শিলিগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা চালু করেছে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে। কিন্তু এখনও পর্যটন কেন্দ্রগুলি বন্ধ। ফলে পাহাড় এখন কার্যত পর্যটকশূন্য। ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সরাসরি টয় ট্রেন পরিষেবা শুরু হলেও যাত্রী সংখ্যা নেহাতই হাতেগোনা। মাত্র ৪-৫ জন যাত্রী, কোনওদিন তার থেকে সামান্য বেশী যাত্রী নিয়ে চলছে ট্রেন। ফলে ফের ক্ষতির মুখে পড়তে হচ্ছে দার্জিলিং-হিমালয়ান রেলওয়েকে। দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর এ.কে মিশ্র বলেন, ‘এর আগে টয় ট্রেন পরিষেবার ব্রেক জার্নি শুরু করা হয়েছিল। গত সপ্তাহ থেকে শিলিগুড়ি-দার্জিলিং সরাসরি টয় ট্রেন চালানো শুরু করা হয়েছে। কিন্তু বেশি যাত্রী নেই।’ করোনার প্রকোপ ও পর্যটন কেন্দ্রগুলি বন্ধ থাকার ফলেই যাত্রী সংখ্যা কম বলে তিনি জানিয়েছেন। তবে করোনার প্রকোপ কমলে শীঘ্রই পর্যটন কেন্দ্রগুলি খুলবে এবং ফের ভাল সংখ্যায় টয় ট্রেনের বুকিং শুরু হবে বলেও আশাবাদী তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments