Friday, May 3, 2024
Homeমালদাসামনে জামাই ষষ্ঠী, করোনা আবহে তাল পাখা বিক্রি হবে কিনা চিন্তায় কারিগররা

সামনে জামাই ষষ্ঠী, করোনা আবহে তাল পাখা বিক্রি হবে কিনা চিন্তায় কারিগররা

মালদাঃ সামনে জামাই ষষ্ঠী। তার আগে পাইকারি ব্যবসায়ীরা তালপাতার পাখা কিনে নিয়ে যেতে শুরু করেন। এবার করোনা আবহে বিক্রিবাটা নেই বললেই চলে। তবুও আশায় রয়েছে ইংলিশবাজারের টিপাজানি গ্রামে পাখাকারিগররা। গত বছরও সেরকম বিক্রি হয় নি পাখার। এবারও একই অবস্থা। বংশ পরাম্পরা পাখা তৈরি কাজ করে আসছেন তাঁরা। বিয়ের হওয়ার পর থেকে প্রায় ৩০ বছর ধরে কাজ করে আসছেন রুমা বিবি। তিনি বলেন, ‘‌গতবারের মতো এবারও বিক্রি নেই সেরকম। কী করে সংসার চালাবো, কিছুই বুঝতে পারছি না। সরকার পাশে না দাঁড়ালে সংসার নিয়ে পথে বসতে হবে।’‌

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments