Monday, April 29, 2024
HomeকোচবিহারSFI-DYFI-AIDWA এর পক্ষ থেকে দিনহাটা থানায় বিক্ষোভ-ডেপুটেশন

SFI-DYFI-AIDWA এর পক্ষ থেকে দিনহাটা থানায় বিক্ষোভ-ডেপুটেশন

দিনহাটা:

গত ১১ই এপ্রিল উত্তর ২৪ পরগনা জেলার SFI-DYFI-AIDWA-র জেলাপরিষদ অভিযানে গ্রেপ্তার হওয়া ১০ জন ছাত্র-যুবর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ ও আগামীকাল গোটা রাজ্যের প্রত্যেকটি থানায় বিক্ষোভ ও অবস্থানের ডাক দেওয়া হয়েছে ভারতের ছাত্র ফেডারেশন,ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে।আজ সেই কর্মসূচীর অংশ হিসেবে দিনহাটা SFI-DYFI-AIDWA এর পক্ষ থেকে দিনহাটা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন ও ডেপুটেশন প্রদান করা হল।সেই সাথে কালিয়াগঞ্জে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতেও আজ দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখানো হয় ছাত্র-যুব-মহিলা সংগঠণের পক্ষ থেকে।বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সংগঠণের এক প্রতিনিধি দল গিয়ে দিনহাটা থানার পুলিশ অধিকারিকের কাছে তাদের ডেপুটেশন প্রদান করেন।তাদের দাবীগুলো ছিল ১১’ই এপ্রিল SFI/DYFI/AIDWA উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডাকে জেলা পরিষদ অভিযানে অংশগ্রহণকারী ১০ জন জেল হেফাজতে থাকা কমরেডদের অবিলম্বে মুক্তি দিতে হবে,কালিয়াগঞ্জে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,রাজ্যজুড়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকারীদের ওপর সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শান্তিপূর্ণ মিছিলের ও গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশের অনৈতিক আক্রমণ বন্ধ করতে হবে।আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা আঞ্চলিক কমিটির ভারপরাপ্ত সম্পাদক আবির দেব,সহ সভাপতি সৌরভ সরকার,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য টুটুল সরকার, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,দিনহাটা লোকাল কমিটির সভাপতি উজ্জ্বল গুহ,দিনহাটা লোকাল কমিটির সদস্য কৌশিক রায়, গীতালদাহ – গোসানীমারি লোকাল কমিটির সম্পাদক মনিরুল হক,সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দিনহাটা লোকাল কমিটির সম্পাদিকা সুজাতা চক্রবর্তী,মহিলা সমিতির নেত্রী মুক্ত রায়,সুজাতা চক্রবর্তী সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments