Sunday, April 28, 2024
HomeBreaking newsবাংলায় কিছুতেই সিএএ করতে দেওয়া হবে না বলে ফের জানিয়ে দিলেন মমতা

বাংলায় কিছুতেই সিএএ করতে দেওয়া হবে না বলে ফের জানিয়ে দিলেন মমতা

বাংলায় কিছুতেই সিএএ(CAA) করতে দেওয়া হবে না বলে ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বুধবার তিনি বলেন, বিজেপি ভোটের আগে গুজরাতে নাগরিকত্ব তাস খেলতে চাইছে। ধর্মীয় এবং জাতিগত মেরুকরণের চেষ্টা করছে ওরা। ভোটের সঙ্গে ধর্ম এবং জাতিকে মেলানো ঠিক নয়। বাংলায় এসব চলবে না। বহুদিন পর আবার মুখ্যমন্ত্রীর মুখে সিএএ (CAA) বিরোধিতার কথা শোনা গেল। এদিন চেন্নাই(Mamata Visit Chennai) যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মমতা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএএ(CAA) নিয়ে মুখ খোলেন।

গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) গুজরাতের(Gujarat) দুই জেলা মেহসানা এবং আনন্দে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের এ দেশের নাগরিকত্ব দেওযার ব্যাপারে ছাড়পত্র দিতে অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট জেলাশাসকদের। হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পারসি, জৈন ধর্মাবলম্বী সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে তা হবে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুসারে। ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) অবশ্য এ ক্ষেত্রে কার্যকর হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments