Monday, April 29, 2024
Homeঅন্যান্যPadma Shri: পদ্মশ্রী পাচ্ছেন কোচবিহারের ভাওয়াইয়াশিল্পী গীতারায় বর্মন

Padma Shri: পদ্মশ্রী পাচ্ছেন কোচবিহারের ভাওয়াইয়াশিল্পী গীতারায় বর্মন

Uttorer Sangbad : কোচবিহার: Padma Shri উত্তরবঙ্গের জনপ্রিয় লোকসঙ্গীত ভাওয়াইয়া। এই লোকগানকে দেশের দরবারে পৌঁছে দিয়েছেন কোচবিহারের ভাওয়াইয়াশিল্পী গীতা রায় বর্মন। তাঁর এই কৃতিত্বকে সম্মান জানাল সরকার। এবছর গীতা দেবী পদ্মশ্রী পাচ্ছেন। এই খবর কোচবিহারে পৌঁছতে উন্মাদনা শুরু হয়েছে। ছেলেবেলা থেকেই ভাওয়াইয়া গানের চর্চা করছেন গীতা। রাজ্যস্তরে ভাওয়াইয়া সঙ্গীতের প্রতিযোগিতায় দু’বার সেরার শিরোপা পেয়েছেন তিনি। রেডিও, টেলিভিশনে একাধিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে তিনি পরিচিতি পেয়েছেন।

দুই সন্তানের মা গীতাদেবীর স্বামী মনরঞ্জন বর্মন পেশায় স্কুল শিক্ষক। স্ত্রীর এই সম্মান প্রাপ্তিতে তিনি অত্যন্ত খুশি। তিনি বলেন, স্ত্রী এত বড় সম্মান অর্জন করায় তিনি গর্বিত। পদ্মশ্রীর তালিকায় তাঁর নাম থাকা নিয়ে গীতা বর্মন বলেন, ”এত বড় সম্মান পাব কোনওদিন ভাবিনি। খবর পাওয়ার পর শরীর কাঁপছিল।“ গীতাদেবীর কথায়, উত্তরবঙ্গের এই গানকে বিশ্বের দরবারের পৌঁছে দিতে নবপ্রজন্মের এগিয়ে আসা প্রয়োজন । তাই তিনি নিষ্ঠার সঙ্গে ছাত্র-ছাত্রীদের ভাওয়াইয়ার প্রশিক্ষণ দিচ্ছেন। যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন তিনি ভাওয়াইগানকে বাঁচিয়ে রাখবেন।

Padma Shri: পদ্মশ্রী পাচ্ছেন কোচবিহারের ভাওয়াইয়াশিল্পী গীতারায় বর্মন

Lok Sabha: লোকসভার আগে মহাবিপদ, চাপের মুখে ইন্ডিয়া মহাজোট।

More News – পিতৃ পূজা করে রামমন্দির উদ্বোধন করলেন সেনা জওয়ান

পিতৃ পূজা করে তারপর রাম মন্দির উদ্বোধন করলেন ময়নাগুড়ির এক সেনা জওয়ান। সোমবার একদিকে অযোধ্যায় যখন রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠিত হল সেই সময় ময়নাগুড়ি ব্লকের দোমোহনী ২ গ্রাম পঞ্চায়েতের রাখাল হাট এলাকায় তৈরি হল আরেক রাম মন্দির। যেই মন্দিরের উদ্বোধন করে পূজা এবং প্রসাদ বিতরণ করা হয় এদিন। জানা যায়, রাখাল হাট এলাকার দীপক রায় বর্তমানে ভারত সরকারে সৈনিকে কর্মরত। Continue Reading

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments