Wednesday, May 8, 2024
Homeকোচবিহারদিনহাটা ১৬ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পছন্দ হয়নি, বিধায়ককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

দিনহাটা ১৬ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পছন্দ হয়নি, বিধায়ককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

দিনহাটা:

কোচবিহার শহরের পর এবার দিনহাটা শহরে প্রার্থী বদলের দাবিতে সরব হলেন তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। রবিবার সকালে দিনহাটা শহরের ১৬ নং ওয়ার্ডে প্রার্থী বদলের দাবিতে দিনহাটার বিধায়ক তথা জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান কে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় এলাকার বাসিন্দারা ও তৃনমূলের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, বহিরাগত প্রার্থীকে তারা কোনো ভাবেই মেনে নেবেন না । ওয়ার্ডের থেকেই প্রার্থী করতে হবে সেই দাবিও তোলেন তারা। সেখানে তৃনমূল কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ সেই খবর পেয়ে দিনহাটার তৃনমূল বিধায়ক উদয়ন গুহ সেখানে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার সকলেই। এই ঘটনাইয় সেখানে উত্তেজনার খবর পেয়ে দিনহাটা থানা থেকে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়। আধ ঘণ্টার বেশি সময় উদয়ন গুহকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখান তারা। এদিন বিক্ষোভকারীদের উদয়ন গুহ বোঝানোর চেষ্টা করলেও তারা সাফ জানিয়েদেন যদি প্রার্থী বদল না করা হয় তাহলে সেখানে ওয়ার্ডের কাউকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করাবেন। বিক্ষোভ কর্মসুচি চলাকালীন সেখানে এলাকার মহিলারা উদয়ন গুহ কে বলেন, যারা বিপদে আপদে সব সময় মানুষের পাশে থাকে তাদের বাদ দিয়ে বাইরে থেকে এক জনকে প্রার্থী করা হয়েছে তা কখনোই মেনে নেওয়া হবে না। এদিকে এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য লুকিয়ে রয়েছে বলে মত রাজনৈতিক মহলের।স্বাভাবিকভাবেই মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই দিনহাটায় দলীয় প্রার্থী বদলের দাবি ওঠায় অস্বস্তিতে পড়েছে তৃনমূল কংগ্রেস নেতৃত্ব।
প্রসঙ্গত, দিন দুয়েক আগেই দিনহাটা পৌরসভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়। সেখানে দেখা যায় প্রথম তালিকায় প্রার্থী হিসেবে নাম আসে প্রাক্তন কাউন্সিলর সোমা সাহার স্বামী গোপাল সাহার সেই তালিকা আসার কিছুক্ষণে মধ্যেই আরো একটি তালিকা প্রকাশিত হয় সেখানে দিনহাটার আইনজীবি তথা জেলা তৃনমূল যুবর সহ সভাপতি জাকারিয়া হোসেন কে প্রার্থী করে তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। তৃনমূল সুত্রে জানা যায়, দ্বিতীয় তালিকাটি চূড়ান্ত প্রার্থী তালিকা। সেই নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার তৃনমূলের কর্মী সমর্থকরা। তাই এদিন তারা প্রার্থী বদলের দাবিতে সরব হলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments